পাকস্থলীর আলসারের লক্ষণ কী

পাকস্থলীর আলসারের অন্যতম লক্ষণ পেট ব্যথা।
পাকস্থলীর আলসারকে পেপটিক আলসারও বলা হয়। এই রোগে পাকস্থলীর আবরণ, ক্ষুদ্রান্ত ও খাদ্যনালিতে একধরনের ঘা তৈরি হয়। গবেষণায় বলা হয়, প্রতি ১০ জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক লোক পাকস্থলীর আলসারে ভুগে থাকেন।
অনেকেই বলেন, মানসিক চাপ পাকস্থলীতে এসিড তৈরি করে। এ থেকে পাকস্থলীর আলসার হয়। তবে মানসিক চাপ পাকস্থলীর আলসারের এক মাত্র কারণ নয়, এটি একটি ঝুঁকির কারণ মাত্র।
মানসিক চাপ ছাড়াও মদ্যপান, তামাকজাতীয় দ্রব্য গ্রহণ, ধূমপান, অতিরিক্ত মসলাজাতীয় খাবার খাওয়া ইত্যাদি পাকস্থলীর আলসার তৈরির অন্যতম কিছু কারণ।
পাকস্থলীর আলসারে সময়মতো চিকিৎসা করা জরুরি। কেননা রোগ বেড়ে গেলে পাকস্থলী থেকে রক্তপাত হতে পারে। পাকস্থলীর আলসারের কিছু লক্ষণ জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।
পাকস্থলীর আলসারের লক্ষণ
- পাকস্থলীর আলসারের একটি প্রধান লক্ষণ হলো পেট ব্যথা করা।
- অনেকের ক্ষেত্রে পাকস্থলীর আলসারে হজমে সমস্যা হয়ে থাকে।
- অনেক সময় পাকস্থলীর আলসার হলে ক্ষুধামান্দ্য ভাব বা খাবারের অরুচি হয়।
- বমি বমি ভাব ও বমি হওয়াও পাকস্থলীর আলসারের অন্যতম লক্ষণ।
- পাশাপাশি এ সময় বুক জ্বালাপোড়া থাকতে পারে।
- বমির সঙ্গে রক্ত যেতে পারে।
- পায়খানার স্বাভাবিক রঙের পরিবর্তনও হতে পারে পাকস্থলীর আলসারের ক্ষেত্রে।