শীতে ঠোঁটের যত্নে লিপ বাম
শীতে ঠোঁট ফাটা খুব স্বাভাবিক বিষয়। এটি প্রতিরোধে কী করতে হবে সে বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৫৪তম পর্বে কথা বলেছেন ডা. তাওহীদা রহমান ইরিন। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেলের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : শীতে ঠোঁট ভালো রাখতে কী করণীয়।
উত্তর : ঠোঁটের ত্বক কিন্তু একটু পাতলা। শীতকালে কিন্তু ঠোঁট অনেকটা কালো হয়ে যায়। কারণ, অক্সিজেনেশনের অভাব, এরপরও আবার ঠোঁটের চামড়া উঠে যায়। ছেলেদের ক্ষেত্রে এ সমস্যাগুলো বেশি হয়। কেননা মেয়েরা যাই হোক, কিছু একটা ব্যবহার করছে। ঠোঁটের ময়েশ্চারাইজারটা কিন্তু কিছুটা হলেও বজায় থাকে। ছেলেদের ক্ষেত্রে সেটা হচ্ছে না। ঠোঁটে আমাদের লিপ বাম ব্যবহার করতে হবে। বারবার ব্যবহার করতে হবে। ঠোঁট কোনোভাবে শুষ্ক রাখা যাবে না। আর যখন আমরা ১০টা থেকে ৫টার মধ্যে বাইরে যাব, এসপিএফ ১৫ যুক্ত কোনো লিপ বাম বা চ্যাপস্টিক বা লিপস্টিক ব্যবহার করব। এগুলো ঠোঁটের জন্য ভালো হবে।
প্রশ্ন : লিপস্টিক যারা ব্যবহার করে, তাদের প্রতি পরামর্শ কী?
উত্তর : তাদের জন্য পরামর্শ হলো সুন্দর একটি রং দেখে, এর প্রতি আকৃষ্ট হয়ে ঠোঁট রাঙিয়ে নিলাম সেটি ঠিক হবে না। ভালো পণ্য ব্যবহার করতে হবে। যেন এটি আমার ঠোঁটের জন্য হাইপোএলার্জেন না হয়। এর মধ্যে অবশ্যই এসপিএফ ১৫ থাকতে হবে।