আঁকাবাঁকা শিরা রোগ কী?

শরীরে আঁকাবাঁকা শিরা বা ভেরুকোস ভেন অনেকের ক্ষেত্রে দেখা যায়। বিষয়টি নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৬৭তম পর্বে কথা বলেছেন ডা. এস এম জি সাকলায়েন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারি বিভাগের বিশেষজ্ঞ ভাসকুলার সার্জন হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : ভেরুকোস ভেন শব্দটি এখন অনেক পরিচিত। সাধারণ মানুষও বোধ হয় অনেকে জানেন?
উত্তর : আমরা আসলে চেষ্টা করছি এই রোগ সম্পর্কে মানুষকে ধারণা দেওয়ার জন্য। ভেরুকোস ভেন শব্দটির মধ্যে আসলে এক ধরনের ডাক্তারি ভাব রয়ে গেছে। আমরা একে খুব কষ্ট করে বাংলা করেছি আঁকাবাঁকা শিরা। কখনো কখনো বক্র শিরাও বলা হয়। এটা আসলে পায়ের শিরার এক ধরনের রোগ। হাতেও হতে পারে। অন্যান্য জায়গায়ও হতে পারে। পায়ের দিকে নজর থাকে বেশি। দেখা যায়, আমাদের হার্ট থেকে যে রক্ত পায়ের দিকে যায়, সাধারণ নিয়ম হলো সেই রক্তগুলো ফেরত আসা। কারো কারো ক্ষেত্রে যে শিরাগুলো থাকে, তার দরজা বা ভালভগুলোর মধ্যে সমস্যা তৈরি হলে, পা থেকে পুরো রক্তগুলো হার্টে ফেল করলে পা থেকে রক্তগুলো ফেরত আসে না। জমা থেকে যায় এবং সেখানে রক্তের একটা চাপ বেড়ে যায়। এই রক্তের যে বাড়তি চাপ, নিচের শিরা থেকে তখন ওপরের শিরার দিতে ধাবিত হয়। এতে ওই চাপগুলো নিতে পারে না শিরাগুলো। তখন তারা প্রতিবাদস্বরূপ আঁকাবাঁকা হয়ে যায়। একে আসলে ভেরুকোস ভেন বলে। আঁকাবাঁকা হয়ে ত্বকের নিচটা ফুলে ওঠে, বাইরে থেকে দেখলে বোঝা যায়, তার পা ফোলা আছে। শুয়ে থাকলে আবার এটি কমে যাবে। যখন সে হাঁটবে বা দাঁড়াবে, তখন দেখা যায় সেটি সামনে আসে এবং সবার সামনে দেখা যায়।