আঁকাবাঁকা শিরার চিকিৎসায় লেজার
আঁকাবাঁকা শিরার চিকিৎসায় বর্তমানে লেজার প্রচলিত হচ্ছে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৬৭তম পর্বে কথা বলেছেন ডা. এস এম জি সাকলায়েন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারি বিভাগের বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত।
প্রশ্ন : আঁকাবাঁকা ভেনের ক্ষেত্রে আপনারা কী চিকিৎসা দিয়ে থাকেন?
উত্তর : আমরা যদি দেখি উনি প্রথম পর্যায়ে এসেছেন, তখন আমরা তাঁকে জীবন যাপনের ধরন পরিবর্তন করতে বলি। আমরা তাঁকে পরামর্শ দেই—সম্ভব হলে আপনার পেশাটি পরিবর্তন করুন। যদি সেটি সম্ভব না হয়, আমরা তাঁকে কিছু পরামর্শ দেই, আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। যদি দাঁড়িয়ে থাকতে হয় বিশেষ এক ধরনের মোজা পরতে দেই, সেটির মাপ আছে, সেটি দেই। এর বাইরে আমরা কিছু পায়ের ব্যায়াম শিখিয়ে দেই, পা কীভাবে একটু শোয়ার সময় উঁচুতে রাখতে হবে, সেটি শিখিয়ে দেই। এর বাইরে একটা দুইটা ওষুধ আছে, ওষুধগুলো সরাসরি কোনো কাজে লাগে না, কিছুটা পাশে সাহায্য করে মাত্র। এই অবস্থায় উন্নতি হলে সাধারণত রোগ শেষ হবে না, তবে নিয়ন্ত্রণে থাকবে।
প্রশ্ন : যদি এতে ঠিক না হয়, তখন কী করেন?
উত্তর : যদি এতে ঠিক না হয় অথবা উনি যদি মনে করেন আমার দেখতে খারাপ লাগছে, আমি চিকিৎসা নিতে চাই, অথবা যদি উনি মনে করেন, আমি বিদেশ যাব বা আমার প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করতে হবে। কিংবা নিয়ম না মেনে আমি একবারে চিকিৎসা করে ভালো করতে চাই। সেক্ষেত্রে আমরা লেজারের মাধ্যমে একটি চিকিৎসা দিয়ে থাকি, আল্ট্রাসোনো দিয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি, সামান্য হলে আমরা ইনজেকশন থেরাপি দিতে পারি।
প্রশ্ন : আগে তো একেবারে কেটে-খুলে সার্জারি করতে হতো। এখন আপনারা কী করছেন?
উত্তর : লেজারের একটি মজার বিষয় হলো, আমাদের যে রক্তনালি দিয়ে অতিরিক্ত রক্ত যাচ্ছে, প্রথম লক্ষ্য থাকে সেই রক্তনালির রাস্তাকে বন্ধ করা। কাটা-ছেড়া মানে হলো ওই রক্তনালিকে একেবারে তুলে ছিড়ে ফেলে দেওয়া। আর আমরা লেজার করতে কোনো কাঁটা ছেড়া করি না। ওই জায়গায় ছিদ্র করে লেজার পাঠিয়ে দেই, ভেনের কার্যকারিতাকে আমরা নষ্ট করে ফেলি। ভেন তখন সংকুচিত হয়ে বন্ধ হয়ে যায়। যেহেতু তার মূল রাস্তা আমরা বন্ধ করে ফেলি, তখন আঁকাবাঁকা শিরাগুলো অনেকটাই ঠিক হয়ে যায়। রোগী কাঁটাছেড়া ছাড়া সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
প্রশ্ন : লেজারের খরচ কত পড়ে? আর যেকোনোভাবেই যদি চিকিৎসা করান, রোগটি কী আবার হতে পারে?
উত্তর : আমরা যখন লেজারের খরচের কথা চিন্তা করি, একটা মানুষকে যখন আমরা কাঁটাছেড়া করে অস্ত্রোপচার করি, দুই পা কখনোই একসাথে করা যাবে না। তাহলে ঝুঁকি থাকে। তবে লেজার করলে কিন্তু দুই পা একসাথেই করা যায়। তাই আপনি যদি খরচের তুলনা করেন, তাহলে লেজারে বরং কম খরচ হয়। আপনি এক খরচে সেটা ঠিক করে দিচ্ছেন। আমি যদি ধরি বাইরে আমার ৫০ হাজার টাকা খরচ হয়, দুই পা করতে গেলে আমার এক লাখ টাকা খরচ হয়। লেজারে কিন্তু ৫০ থেকে ৬০ এর মধ্যে করে দিতে পারছি। যদিও আমাদের দলটিই করছি। আর কোথাও লেজার অস্ত্রোপচার হচ্ছে না। বাংলাদেশে প্রথম উদ্যোগ নিয়েছিলাম আমি, সেখানে এখন পর্যন্ত বিষয়টি চলছে। এই ক্ষেত্রে ২৭০ পায়ে আমরা লেজার করেছি। তবে যদি এটা সরকারি পর্যায়ে আসে, তখন এটা আরো কমে আসবে।
আর রোগটি দ্বিতীয়বার হওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো অন্য শাখা-প্রশাখা থেকে হয়, সেই ক্ষেত্রে আর অস্ত্রোপচার লাগবে না। একটা ইনজেকশন দিলেই চলবে। এই ইনজেকশনের দাম ২৫০ থেকে ৪০০ টাকা।