আধুনিক চিকিৎসা ব্যবস্থা পিআরপি ও স্টিম সেল
পিআরপি ও স্টিম সেলথেরাপি উন্নত চিকিৎসা ব্যবস্থার নাম। এসব পদ্ধতি দিয়ে অস্টিওআর্থ্রাইটিস নিরাময় করা যায়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানে ২৫৬৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন একজন বিশেষ অতিথি ডা. পিটার লুইস। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেল ইন্টারন্যাশনালের ফাউন্ডার এবং মেডিকেল ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।
এনটিভি : স্বাগতম ডা. পিটার। আপনাকে ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এটা কি আপনার বাংলাদেশে প্রথম ভ্রমণ?
পিটার : এটা আসলে আমার তৃতীয় ভ্রমণ।
এনটিভি : কেমন লাগছে বাংলাদেশে?
পিটার : আমি মনে করি, এটা বাংলাদেশে আসার সঠিক সময়। কেননা, এখন আবহাওয়া খুব চমৎকার। আমি মনে করি, বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে অনেক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। আমি মনে করি, এখানে কাজ করার অনেক সুযোগ আছে। বর্তমানে বাংলাদেশের প্রচলিত রোগগুলো নিয়ে অনেক কাজ করার আছে। ডায়াবেটিস, অস্টিওআর্থ্রাইটিস এবং ওজনাধিক্য—এসব নিয়ে কাজ করার আছে।
এনটিভি : আপনার বাংলাদেশে আসার লক্ষ্য কী?
পিটার : আসলে ঢাকায় আমাদের একটি ক্লিনিক আছে। আমি এখানে কিছু চিকিৎসককে প্রশিক্ষণ দিচ্ছি। তারা আমার সঙ্গে অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ নিয়েছে। এটা একটি ফলোআপ প্রশিক্ষণ। পাশাপাশি আমরা বাংলাদেশে রিজেনারেটিভ (পুনরুৎপাদনশীল) মেডিসিনের ধারণাকে প্রসার করতে চাই।
এনটিভি : আপনি এ জায়গায় বহু বছর ধরে কাজ করছেন, বহু বছরের অভিজ্ঞতা রয়েছে। আপনি পিআরপি এবং স্টিম সেলথেরাপিকে অগ্রসর করতে চান। আপনি কি একটু আমাদের বলবেন পিআরপি এবং স্টিম সেল বিষয়গুলো কী?
উত্তর : পিআরপি এবং স্টিম সেল হলো রিজেনারেটিভ চিকিৎসা। এখানে আমরা শরীরের নিজস্ব কোষ ব্যবহার করে শরীরের বিভিন্ন অঙ্গকে ঠিক করি। পিআরপিতে আমরা রক্ত থেকে কোষ নিই এবং স্টিম সেলে আমরা ব্যবহার করি পেটের চর্বি কোষ। এগুলো থেকে মিশ্রণ করে এক ধরনের ইনজেকশন দিই ক্ষতিগ্রস্ত এলাকায়। বিশেষ করে হাঁটুতে, আরর্থ্রাইটিসের জন্য। আবার কাঁধের গাঁটে দিই।
এনটিভি : প্রিয় দর্শক আমরা জিজ্ঞেস করেছিলাম, আমাদের অতিথির কাছে যে তিনি বাংলাদেশে কেন এসেছেন। পিআরপি ও স্টিম সেল থেরাপি নিয়ে তিনি কী করছেন।
তিনি বলছিলেন যে বাংলাদেশে এটি তার তৃতীয়বারের মতো আসা এবং বাংলাদেশে চিকিৎসকদের তিনি প্রশিক্ষণ দিচ্ছেন যে বিভিন্ন ধরনের যে জটিল রোগ আছে, অস্টিওআর্থ্রাইটিসসহ এখানে তিনি স্টিম সেল ও পিআরপি দিয়ে চিকিৎসা করেন, তাঁদের উপকার করতে পারেন। বাংলাদেশি চিকিৎসকরা তাঁর কাছ থেকে শিখে এ দেশের রোগীদের চিকিৎসা দিতে পারবেন। পিআরপি অত্যন্ত সহজ। এটি রক্ত থেকে বা আমাদের পেটের চর্বি থেকে নিয়ে পিআরপি বা স্টিম সেল করতে হয়।