অস্টিওআর্থ্রাইটিসে কারা পিআরপি চিকিৎসা নিতে পারবেন?
অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসায় পিআরপি ও স্টিম সেল ব্যবহার করা হয়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানে ২৫৬৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন একজন বিশেষ অতিথি ডা. পিটার লুইস। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেল ইন্টারন্যাশনালের ফাউন্ডার এবং মেডিকেল ডিরেক্টর হিসেবে কর্মরত।
এনটিভি : আপনি এ জায়গায় বহু বছর ধরে কাজ করে যাচ্ছেন এবং আপনি এই জায়গায় খুবই অভিজ্ঞ। আমরা খুব সৌভাগ্যবান যে আপনি বাংলাদেশে এসেছেন। আপনার অভিজ্ঞতা কি সার্জারির তুলনায় পিআরপি ও স্টিম সেলের ক্ষেত্রে?
ডা. পিটার : সার্জারির চেয়ে পিআরপি তরুণদের কাছে অনেক পছন্দের। কেননা, আমরা জানি সম্পূর্ণ হাঁটুর প্রতিস্থাপনে কিছু সার্জিক্যাল বিষয় আছে। অনেকে সার্জারি করতে চান না। তাঁরা জীবন উপভোগ করতে চান কর্মক্ষমভাবে। আর পিআরপি হলো প্রাকৃতিক উপায়ে সার্জারির বিকল্প চিকিৎসা। আমরা এটি দিয়ে অনেক ক্ষেত্রেই খুব ভালো ফল পেয়েছি।
এনটিভি : পিআরপি ও স্টিম সেল কি সব অস্টিওআর্থ্রাইটিস হলেই করা যায়? নাকি রোগী নির্বাচনের কিছু বিষয় থাকে?
ডা. পিটার : আমরা আসলে এমন রোগী পাই, যাঁরা দীর্ঘদিন ধরে এ সমস্যায় ভুগছেন। জয়েন্ট যদি খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বা নড়াচড়া করতে অসুবিধা হয়, এসব লোকের ক্ষেত্রে আমাদের কাছে এলে খুব কঠিন নিরাময় হওয়া। তবে রোগীরা যদি সমস্যা নিয়ে আগেভাগে আসে, কার্টিলেজ পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আগে আসে, তবে এসব রোগী পিআরপি ও স্টিম সেলের জন্য খুব উপযুক্ত। মধ্যমমানের আর্থ্রাইটিসকে পিআরপি এবং আরেকটু জটিল ধরনের আর্থ্রাইটিসকে স্টিম সেল দিয়ে চিকিৎসা করা যায়। যাঁদের সার্জারি করতে অসুবিধা শরীরের অন্যান্য রোগের কারণে, তাঁদের জন্য এটি অত্যন্ত উপযোগী চিকিৎসা।
এনটিভি : দর্শক আমরা জানতে চেয়েছিলাম যে অস্টিওআর্থ্রাইটিসে যে পিআরপি ও স্টিম সেল দিয়ে চিকিৎসা করা হচ্ছে, সেটার সফলতার হার কেমন বা কারা এই চিকিৎসা নিতে পারবেন? তিনি বলছিলেন যে শুরুতে, যখনও পুরো কার্টিলেজ নষ্ট হয়ে যায়নি, সেই অবস্থায় যদি রোগী আসে, তাহলে পিআরপি দিয়ে চিকিৎসা দিয়ে রোগীকে সম্পূর্ণভাবে ভালো করা যায়। পরে মধ্যম বা জটিল অবস্থাতেও এর চিকিৎসা করা যায়। বিশেষ করে যাঁদের সার্জারি করা সম্ভব নয়, শরীরের অন্যান্য রোগের কারণে, তাঁদের জন্য এটি অত্যন্ত উপযোগী চিকিৎসা। সবচেয়ে বড় কথা হলো, অস্ত্রোপচারের যেসব জটিলতা হতে পারে, পিআরপি বা স্টিম সেলে সেই সমস্যা হতে পারে না। সে জন্য এটি কম খরচ এবং নিরাপদ।