ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা কী?
বর্তমানে ডায়াবেটিসের বিভিন্ন আধুনিক চিকিৎসা এসছে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৭০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাধারণত ডায়াবেটিসে আপনারা কী ওষুধ দিয়ে থাকেন?
উত্তর : এখন পরিবর্তন অনেক এসে গেছে। এক সময় আমাদের সালফোনাইল ইউরিয়া যে ওষুধগুলো ছিল, অর্থাৎ অগ্ন্যাশয় থেকে ইনসুলিন বের করার যে ওষুধগুলো, এই ওষুধগুলো এখন ব্যবহার করতে মানা করা হচ্ছে। নতুন যে ওষুধগুলো আসছে এগুলোকে আমরা বলি ইনক্রিয়েটিনস। অর্থাৎ খাবার খাওয়ার পরে কতগুলো হরমোন বের হয়। এগুলোকে বলে ইনক্রুয়েটিনস হরমোন। এগুলোকে সক্রিয় রাখার জন্য কতগুলো ওষুধ এখন বাজারে আছে। এর মধ্যে রয়েছে সিটাগ্লিপটিন, ভিক্টোজা এগুলোর সঙ্গে সমন্বয় হয় মেটফরমিন-জাতীয় ওষুধের। মেটফরমিন ওষুধটা ডায়াবেটিসের জন্য খুব উপযোগী। এর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন ধরনের চিকিৎসা করা যায়। এ ছাড়া নতুন যে ওষুধটা আসছে, অর্থাৎ আপনার যে সুগারটা কিডনি একে ফ্লিটার করছে। এটি সুগার পুনরায় পর্যবেক্ষণ করে রক্তে নিয়ে আসছে। একধরনের ওষুধ আছে যেগুলো সুগারকে প্রস্রাবের সঙ্গে বের করে দেয়। এগুলোকে এডন থেরাপি বলি। তা ছাড়া ইনসুলিনের মধ্যেও খুব সুন্দর পরিবর্তন এসছে। এখন ইনসুলিন বিভিন্ন ধরনের আছে। এমন ইনসুলিনও আছে বাজারে যেগুলো ৪৮ থেকে ৭২ ঘণ্টা কাজ করে। এর পেছনে সারা দুনিয়ায় গবেষণা হচ্ছে। নিত্যনতুন ইনসুলিনের ধরন বের হচ্ছে।