কীভাবে টনসিলের চিকিৎসা করবেন

টনসিল ও এডিনয়েড সাধারণত শিশু বয়সে বেশি হয়। এ নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৭৮তম পর্বে কথা বলেছেন ডা. মেজবাহ উদ্দিন আহম্মেদ। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : এর চিকিৎসা কী
উত্তর : একিউট টনসিলাইটিসের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রথমে ব্যথা থাকে, জ্বর থাকে। সাধারণত প্যারাসিটামল ঘরানার ওষুধ দিলে চলে যাওয়ার কথা। যদি সঙ্গে ভাইরাল কোনো সংক্রমণ থাকে, অ্যান্টি-হিসটামিন দিলে চলে যাওয়ার একটি আশঙ্কা থাকে। দু-তিনদিনের মধ্যে যদি এর পরিবর্তন না হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তার দেখে যদি মনে করেন তার আরো কিছু অ্যান্টিবায়োটিক দরকার হবে, তাহলে এর ব্যবস্থা করতে হবে।