সিওপিডি প্রতিরোধের জন্য কী করবেন?
শ্বাসতন্ত্রের রোগ সিওপিডি সাধারণ হয় ধূমপান, পরিবেশদূষণ, লাকড়ির চুলা ব্যবহার ইত্যাদি কারণে। কিছু বিষয় খেয়াল করলে এটি প্রতিরোধ করা যায়।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৮০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. খান মোহাম্মদ সাইদুজ্জামান। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের রেসপেরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : এই রোগ প্রতিরোধের জন্য কী করতে হবে?
উত্তর : যাঁরা ধূমপান করেন, তাঁদের ধূমপান বন্ধ করতে হবে। আমরা বিভিন্ন কর্মসূচি করছি সিওপিডি প্রতিরোধের জন্য।
প্রশ্ন : কেমন সাড়া পাচ্ছেন?
উত্তর : আমরা ভালোই সাড়া পাচ্ছি। যাঁরা ধূমপান করেন, অনেকেই বোঝেন যে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এরপরও ছাড়তে পারেন না। আমরা চেষ্টা করছি তাঁদের বন্ধ করার জন্য।
প্রশ্ন : সিওপিডিতে আক্রান্ত হলে পরামর্শ কী? ধূমপায়ীদের প্রতি আপনার পরামর্শ কী?
উত্তর : আপনি নিজে ধূমপান বন্ধ করুন। আশপাশে যাঁরা আছেন, তাঁদের ধূমপান বন্ধ করতে অনুরোধ করুন। সিওপিতে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের মতো কষ্ট যেন কেউ না পায়, সেটা ভাবতে হবে। ধূমপান থেকে সবাই বিরত থাকুন।