গ্যাসট্রিক আলসার থেকেও হতে পারে ক্যানসার
গ্যাসট্রিক আলসার বা পেপটিক আলসারকে সাধারণ ভাষায় পাকস্থলীর ঘা বলা যেতে পারে। সময়মতো চিকিৎসা না নিলে মারাত্মক জটিলতা হতে পারে এটি থেকে।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৭৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. রোবেদ আমীন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : চিকিৎসা না করা হলে জটিলতা কী হতে পারে?
উত্তর : অনেক ধরনের জটিলতা হতে পারে। গ্যাসট্রিক আলসার হতে পারে। সেটা অনেক সময় এমন হতে পারে যে ঘা এত বেশি গভীর হয়ে গেছে, পুরো দেয়ালের ক্ষতি করে দিতে পারে। এটি একটি মারাত্মক জটিলতা। একদম নালি ছিদ্র হয়ে যেতে পারে। সাধারণত আলসারের পেছন দিক থেকে অনেক রক্তনালি যায়, সেই রক্তনালিগুলোর ওখানে যদি ছিঁড়ে ফেলে, তাহলে অনেক রক্তবমি হতে পারে বা পায়খানার সঙ্গে কালো কালো রক্ত যেতে পারে। হঠাৎ করে রক্তপাতও হয়ে যেতে পারে। সাধারণত এই দুটো জটিলতা ডিওডেনাল আলসারের অনেক বেশি হয়। আর গ্যাসট্রিক আলসারের ক্ষেত্রে ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে।