কোন বয়সে পেপটিক আলসার বেশি হয়?

পাকস্থলীর ঘাকে সাধারণত পেপটিক আলসার বলে। খাদ্যাভ্যাসে অনিয়ম, কিছু সংক্রমণ ইত্যাদির কারণে এই রোগ হয়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৭৯ তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. রোবেদ আমীন। বর্তমানে তিনি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোনো বিশেষ বয়স কী এই ক্ষেত্রে কারণ হিসেবে কাজ করে?
উত্তর : সাধারণত গ্যাসট্রিক আলসার যাদের হয়, দীর্ঘমেয়াদী অবস্থা থেকে এটা হতে থাকে। প্রাপ্তবয়স্ক লোকের এটা বেশি হয়। আমাদের দেশে অনেক সময় বাচ্চার মায়েরা সচেতন থাকে যে তাদের আলসার হয়ে যায় কি না। আসলে অল্প বয়সে গ্যাসট্রিক আলসারের আশঙ্কা খুব কম। আর বয়স্ক লোকদের ক্ষেত্রে যদি গ্যাসট্রিক আলসার হয়, তাহলে আমরা একটু চিন্তিত হয়ে পড়ি। গ্যাসট্রিক আলসার এক ধরনের প্রি-ক্যানসারাস অবস্থা। পরেও যদি চলতে থাকে এ রকম, ক্যানসার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আরেক ধরনের পেপটিক আলসার আছে। একে বলে ডিওডেনাল আলসার। সেটা কিন্তু এই ধরনের ক্যানসারের অবস্থায় যায় না। সাধারণত তরুণ বয়সে এটি বেশি হয়ে থাকে।