শীতে খোসপাঁচড়া প্রতিরোধে করণীয়
শীতে ত্বকের বিভিন্ন রোগ বেড়ে যায়। এর মধ্যে খোসপাঁচড়া একটি। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৮২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. তাওহীদা রহমান ইরিন। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেল বিডির ডারমাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শীতে স্কেবিজ বা খোসপাঁচড়া কি বাড়ার কোনো আশঙ্কা রয়েছে?
উত্তর : স্কেবিজ বা খোসপাঁচড়া এই সময়ে বেড়ে যায়। কারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলেন না অনেকেই। গোসল করেন না। আর যারা বস্তিতে থাকে, আবার যেসব বাচ্চারা স্কুলে যায়, তাদের হলে খুব সমস্যার। এটি ছড়িয়ে যায়।
প্রশ্ন : স্কেবিজ প্রতিরোধে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত?
উত্তর : স্কেবিজ হলে প্রথমে দরকার পরিষ্কার-পরিচ্ছন্নতা। প্রতিদিন গোসল করতে হবে। কুসুম কুসুম গরম পানি দিয়ে। আর স্কেবিজ হয়ে গেলে আমরা যে কাপড়গুলো পরছি, সেগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে রাখতে হবে। স্কেবিজের তো একটি নিজিস্ব চিকিৎসা আছেই। অনেকে ওষুধ ঠিকমতো ব্যবহার করেন না। এতে দেখা যায় নিজের তো হয়ই, পরিবারের অন্যদেরও হয়।
শীত এলে শীতের জন্য তোলা কাপড়গুলো ধুয়ে ব্যবহার করতে হবে। এর ফলে অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারব।