বুকের ব্যথা হলেই কি হার্টের ব্যথা?

হৃৎপিণ্ডের অসুখের কারণে অনেক সময় বুকে ব্যথা হয়। হৃৎপিণ্ডের জন্যই এটা হচ্ছে, কীভাবে বুঝবেন? এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৮৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান পাটওয়ারী।
প্রশ্ন : বুকে ব্যথা হার্টের কারণে হচ্ছে, কোন কোন লক্ষণ দেখলে সেগুলো বোঝা যাবে?
উত্তর : বুকের মাঝখানে ব্যথা এবং খুব চাপ লাগা, বুকের ভেতর অনেক বেশি ওজন, ‘এখনই মারা যাচ্ছি’ এ রকম একটি অনুভব হবে। সঙ্গে ঘাম থাকে। আবার বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া এই ধরনের যদি ব্যথা হয়, রোগী যদি ধূমপান করে, উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে এই ধরনের ব্যথা যদি হয়, সেই ক্ষেত্রে ইসকেমিক হার্ট ডিজিজের আশঙ্কা বেশি। হার্ট অ্যাটাকের আশঙ্কা বেশি। সেই ক্ষেত্রে দ্রুত ভালো কোনো চিকিৎসকের কাছে অথবা যেখানে হার্টের চিকিৎসা সচরাচর হয়, সেখানে নিয়ে যেতে হবে। সময় নষ্ট করা ঠিক হবে না।
প্রশ্ন : সেই অবস্থায় আপনাদের ব্যবস্থাপনা কী থাকে?
উত্তর : একিউট অবস্থায় আমাদের টার্গেট থাকে বুকে ব্যথা আগে কমানো। বুকে ব্যথা কমানোর জন্য ওখানে যে মরফিন বা পেথিডিন জাতীয় ওষুধ ব্যবহার করা হয়, আরো কিছু ওষুধ দেওয়া হয়। শিথিল করার জন্য তাকে ওষুধ দেওয়া হয়।
প্রশ্ন : কোথায় গেলে এই সময়ে তাৎক্ষণিক সুবিধা পাওয়া যাবে?
উত্তর : যেখানে সিসিইউ আছে। যেমন মেডিকেল কলেজগুলোতে সিসিইউ আছে। করনারি কেয়ার ইউনিট আছে। অনেক প্রাইভেট হাসপাতাল আছে যেখানে কার্ডিয়াক চিকিৎসা পাওয়া যায় এ ধরনের হাসপাতাল দেখে যেতে হবে।