কর্নিয়াল আলসার কী, কেন হয়

কর্নিয়াল আলসার চোখের জটিল রোগ। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৮৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. শারফুদ্দিন আহম্মেদ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং কমিউনিটি ও অপথ্যালমোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : কর্নিয়াল আলসার কী? কেন হয়?
উত্তর : আমাদের দেশে বেশ কয়েকটি কারণে চোখে অন্ধত্ব হয়। এর মধ্যে কর্নিয়াল আলসার বা কর্নিয়াতে ঘা একটি। চোখে ঘাও বলে অনেকে। আরেকটি আছে ক্যাটারেক্ট। আরেকটি আছে গ্লুকোমা। আরেকটি আছে আহত হওয়া, ট্রমা। আগে আরেকটি সমস্যা ছিল রাতকানা রোগ। এটি অবশ্য সরকারের পদক্ষেপের কারণে বন্ধ হয়েছে। এই রাতকানা রোগের সঙ্গে কর্নিয়াল আলসারের একটি সম্পর্ক রয়েছে। অতীতে দেখা যেত, যাদের ভিটামিনের অভাব হয়েছে, তারা যেমন রাতে কম দেখত, মণিও তাদের আস্তে আস্তে সাদা হয়ে যেত। চোখের যে অংশ আমরা বাইরে থেকে দেখছি, এর কালো যে জায়গা এটা কর্নিয়া। কর্নিয়া হলো চোখে দেখার সবচেয়ে বড় রিফ্রাকটিভ মিডিয়া। লেন্স দিয়েও আমরা দেখি। কর্নিয়ার সবচেয়ে বেশি পাওয়ার। কর্নিয়ার সমস্যা থাকলে পাওয়ারের পরিবর্তন হয়।
তো কর্নিয়ার আলসারটা কী? স্বাভাবিকভাবে তো কর্নিয়া ট্রান্সপারেন্ট এবং দেখতে কোনো সমস্যা নেই। কর্নিয়ায় কোনোভাবে বাইরের জিনিস ঢুকলে, কর্নিয়াতে কোনো রকম আঘাত লাগলে, কর্নিয়াল এব্রেশন হয়। বাইরের জিনিস থাকলেও চোখ খোলা যায় না। খচখচ করে, অস্বস্তি লাগে। আবার যদি এটি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাস দিয়ে আক্রান্ত হয়, তাহলে কিন্তু চোখ খোলা যায় না। ফটোফোবিয়া হয়, মানে আলোর দিকে তাকানো যায় না। চোখ ছোট হয়ে আসে। চোখের চারদিকে সারকাম সিলিয়ারি অবস্থা, কর্নিয়ার চারদিকে লাল হয়। অনেক সময় এত ব্যথা হয় যে খুব কষ্ট হয়। আরেকটি সমস্যা হয় যে দেখতে পায় না। দেখতে গেলেই সে বাধাগ্রস্ত হয়।
এই কর্নিয়ার আলসার অনেকগুলো কারণে হতে পারে। যেমন যেকোনো জিনিস ঢুকলে। আঘাত লাগলে, লেদ মেশিনের লোহার টুকরা ঢুকলে এবং কৃষকরা মাঠে কাজ করার সময় যদি ধানের পাতা, পাটের পাতা এগুলোর আঘাত লাগা, মাড়াইয়ের সময় যদি কিছু ঢোকে, তাহলে তার কর্নিয়াল আলসার হতে পারে।