কেন হয় পায়ুপথের রক্তক্ষরণ?

বিভিন্ন কারণে পায়ুপথের রক্তক্ষরণ হয়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৮৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. সালমা সুলতানা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : পায়ুপথে রক্তক্ষরণের অনেক কারণ আছে। খুব সাধারণ কারণ আছে, আবার অত্যন্ত জটিল কারণও হতে পারে। কী কী কারণে সাধারণত এই রক্তক্ষরণ হতে পারে?
উত্তর : প্রথমেই বলব, খুব সাধারণ কারণেই রক্তক্ষরণ হয়। সেটি হলো কোষ্ঠকাঠিন্য। আমরা যত রোগী দেখি, তার বেশিরভাগ রোগীরই সমস্যা হয় কোষ্ঠকাঠিন্যের কারণে। শক্ত পায়খানা হওয়ার কারণে মাঝেমধ্যেই মলদ্বারে রক্তক্ষরণের সমস্যা হয়। মলদ্বার ফেটে যায় বা আলসার হয়।
এ ছাড়া অনেক সময় দেখা যায় কোষ্ঠকাঠিন্য ছাড়াও রক্তক্ষরণ হয়। এটা হয় পাইলসের কারণে, হেমোরয়েডের জন্য। সেটাও কোষ্ঠকাঠিন্যের জন্য হয়। আবার কোষ্ঠকাঠিন্য ছাড়াও হয়। হেমোরয়েড মানে হলো মলদ্বারে রক্তশিরা ফুলে থাকা, সেখান থেকেও রক্তক্ষরণ হতে পারে। এ ছাড়া অনেক সময় দেখা যায় কিছু লিভারের রোগের জন্য রক্ত জমাট বাঁধার কিছু রোগের কারণে এ সমস্যা হয়। আর আরেকটি গুরুতর কারণ, রেকটাম বা কোলনের বা মলদ্বারের ক্যানসারের ফলে রক্তক্ষরণ হয়।