এনাল ফিসার কী, কেন হয়?

পায়ুপথের একটি সমস্যা হলো এনাল ফিসার। এর ফলে রক্তক্ষরণ হয়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৮৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. সালমা সুলতানা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
প্রশ্ন : এনাল ফিসার কী এবং এটি কেন হয়?
উত্তর : আমাদের দেশে একটি ভুল ধারণা রয়েছে। মানুষ ভাবে পায়খানার রাস্তায় রক্তক্ষরণ মানেই ওনার পাইলস হয়েছে। আসলে এটি খুবই ভুল। বেশিরভাগ ক্ষেত্রেই এটি হলো ফিসার। শক্ত পায়খানা বের হওয়ার সময় ছিড়ে গিয়ে রক্তক্ষরণ হয়। এর তেমন কোনো চিকিৎসারও দরকার হয় না। আমাদের হজম পদ্ধতির একটি বড় গুণ হলো নিজে নিজে নিরাময় হয়ে যায়। ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো ধরনের আঘাত বা ক্ষত নিজে নিজেই শুকিয়ে যায়। শুধু পায়খানা যদি নরম রাখে রোগী তাহলে কিন্তু নিজে নিজেই এগুলো ভালো হয়ে যায়। অনেক ক্ষেত্রে পায়খানা নরম করার জন্য সাময়িক কিছু ওষুধ দেওয়া হয়। একটু গরম পানিতে বসলে ব্যথাটা কম অনুভূত হয়। কিছু ওয়েনমেন্ট দেই। পায়খানাটা নরম রাখাই ভালো থাকার প্রধান বিষয়।