প্যানক্রিয়াটাইটিস হলে কখন সার্জারি করবেন?
প্যানক্রিয়াটাইটিসের (অগ্ন্যাশয়) চিকিৎসায় অনেক সময় সার্জারি করার প্রয়োজন হয়। তবে কখন সেটি? এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এর ২৫৮৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. মহসিন চৌধুরী। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।
প্রশ্ন : কোন কোন ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়?
উত্তর : সাধারণত পাঁচ থেকে ১০ ভাগ একিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়। আবার ক্রনিক প্যানক্রিয়াটাইটিসেও সার্জারির প্রয়োজন বেশি হয়। যখন প্যানক্রিয়াস পচন ধরে যায়, প্যানক্রিয়াসের কিছু অংশ ফেলে দিতে হয়। আবার যে সিস্ট হয়, পানি জমে থলের মতো সেটা যদি বড় হয়ে গিয়ে ফেটে যায়, বড় হতে থাকে, এতে আমরা অস্ত্রোপচার করি। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পাথরের ওপর নির্ভর করে। পাথর বারবার হয়। তখন আমরা অস্ত্রোপচার করে সেই পাথরগুলো ফেলে দিই। অথবা অস্ত্রোপচার ছাড়াও ইআরসিপি বা টিউব ঢুকিয়ে বের করি।
প্রশ্ন : সাধারণত কী ধরনের খাদ্যাভ্যাস তাদের জন্য উপযোগী?
উত্তর : বেশির ভাগ ক্ষেত্রে আমরা ফ্যাটি ডায়েটগুলো এড়িয়ে যেতে চাই। মদ্যপান এড়িয়ে যেতে হবে। ফাস্টফুড এড়িয়ে যাওয়া এই বিষয়গুলো মূল জিনিস। এর মানে জীবন-যাপনের ধরনটা পরিবর্তন করা অনেক বেশি জরুরি।