মাথাব্যথায় ডেঙ্গুরোগী কী ধরনের ওষুধ সেবন করবেন?

Looks like you've blocked notifications!
ছবি : ফ্রিপিক

ডেঙ্গু জ্বর মশাবাহিত রোগ। সাধারণত এডিস ইজিপ্টাই জাতের মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। ডেঙ্গু বেশ মারাত্মক জ্বর। দেশে এই জ্বরের প্রকোপ বাড়ছে। রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের তালিকা দিনদিন লম্বা হচ্ছে। এসময় অনেকের মাথা ব্যথা হতে দেখা যায়। আজ আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে মাথা ব্যথায় ডেঙ্গুরোগী কী ধরনের ওষুধ সেবন করবেন, সেই সম্পর্কে জানাব।

এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে মাথা ব্যথায় ডেঙ্গুরোগী কী ধরনের ওষুধ সেবন করবেন, এ বিষয়ে কথা বলেছেন নিউরো–সাইন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাজমুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।

ডেঙ্গুরোগী তীব্র মাথাব্যথা নিয়ে আসতে পারে। তখন কিন্তু বিভিন্ন ধরনের ব্যথানাশক গ্রহণের যে প্রবণতা, সেটি থাকতে পারে। সেক্ষেত্রে কোনো পরামর্শ আছে কি-না। যে যত্রতত্র কী ধরনের ওষুধ গ্রহণ করা যাবে না। সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. নাজমুল হক বলেন, ‘এই মশক হচ্ছে ডেঙ্গুর মশক। চিকিৎসকের কাছে রোগী মাথা ব্যথা নিয়ে গেলে, চিকিৎসক যদি একটি মাথা ব্যথার ওষুধ দেন। তাহলে সেটা ভুল হবে। রোগীর হয়তো এখন জ্বর নেই। কিন্তু দুই–একদিন পূর্বে জ্বর ছিল। এই ব্যথানাশক ওষুধ খেয়ে রোগী কিন্তু ডেঙ্গুর ক্রিটিক্যাল ফেজে চলে যায়। আমরা জানি, ডেঙ্গুর প্লাটিলেট ডিসফাংশন হয়, যেখান থেকে ব্লেডিং হয়। এটি ব্যথানাশক ওষুধ সেবনের ফলে অনেক বেড়ে যায়। চিকিৎসক হয়তো মাথা ব্যথা কমানোর জন্য ব্যাথানাশক ঔষুধ দেয়। কিন্তু, এই ওষুধ সেবনে রোগী ক্রিটিক্যাল ফেজে চলে যায়, অর্থাৎ সম্পূর্ণ খারাপ অবস্থায় চলে যায়।

সুতরাং এই মৌসুমে কোনো মাথা ব্যথা রোগীকে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ওষুধ প্রদানের পূর্বে রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছে কি না, এ বিষয়ে চিকিৎসককে কমপক্ষে ১০ বার চিন্তা করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসকের পরামর্শ সম্পর্কে বিস্তারিত জানতে উপরের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ।