রোজায় কখন দাঁত ব্রাশ করা উচিত?

Looks like you've blocked notifications!

রোজার সময় কখন দাঁত ব্রাশ করতে হবে? দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যাবে কি না? এ রকম অনেক প্রশ্ন আমাদের মনে আসে।

এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৪২১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক মো. মুজিবুর রহমান হাওলাদার। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেন্টিস্টি অ্যান্ড এন্ডোডন্টিকস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

প্রশ্ন : রোজার সময় কখন দাঁত ব্রাশ করা উচিত?

উত্তর : আমরা অন্য সময়ে বলি যে সকালে নাশতার পরে আর রাতে ঘুমানোর আগে করতে। এখানে আমি বলব, ইফতারের পরে একবার ব্রাশ করে ফেললে ভালো। পরে সেহরির পরে একবার। এ দুবার ব্রাশ করতে হবে। এই দুবার যদি ঠিকমতো ব্রাশ করে, তাহলে ভালো।

প্রতিটি নামাজের আগে তো মেশওয়াক হচ্ছে, তাতে করে মোটামুটি যত্ন হয়ে যায়। আর যদি সম্ভব হয় সে ক্ষেত্রে তৈলাক্ত খাবার এড়িয়ে গিয়ে ফলফলাদি খাওয়া যেতে পারে।