ঈদে টিউনিক টপ!
ঈদের বাকি আর অল্প কিছুদিন। এখন আর টেইলারে জামা বানাতে দেওয়ার সময় নেই। তাই কিনে ফেলতে পারেন টিউনিক টপ। আমাদের দেশের নামিদামি ব্র্যান্ডগুলো এই ধরনের টপ বানিয়ে থাকে। টিউনিক টপগুলি সাধারণ টপের চেয়ে একটু লম্বা হয়। হাঁটু সমান হয়ে থাকে। এবার গরমে ঈদ হওয়ায় এই টিউনিক টপসগুলো হবে আপনার জন্য ফ্যাশনেবল ও আরামদায়ক। টিউনিক টপগুলি ওয়ান পিসের হয়ে থাকে। তাই অনেকেই বুঝতে পারে না কি দিয়ে এটি পরা উচিত। টিউনিক টপসের ক্ষেত্রে কিছু টিপস মেনে চললেই আপনি একটি ফ্যাশনেবল লুক নিয়ে আসতে পারেন।
লেগিংস
টিউনিক টপসগুলো লেগিংসের সাথে খুবই মানিয়ে যায়। এটি আপনাকে দেবে স্টাইলিশ লুক। একটি কালো লেগিং কিনে নিতে পারে। এটি যে কোনো রঙের টিউনিক টপসের সাথে পরতে পারবেন।
ডেনিম
ডেনিম প্যান্ট টিউনিক টপসগুলোর চেহারা সম্পূর্ণভাবে বদলে দেয়। এই গরমে পাতলা ডেনিম কাপড়ের প্যান্ট বেছে নিন। তার সাথে সুতির টিউনিক পড়ে নিন। এবার ঈদে আপনার জন্য এটি হবে আরামদায়ক পোশাক।
স্কার্ফ
টিউনিক টপসের সাথে একটি স্কার্ফ পড়ে নিতে পারেন। টপসটি যদি সলিড কালারের হয়ে থাকে, তবে প্রিন্টেড স্কার্ফ বেছে নিন। আবার, টিউনিক যদি প্রিন্টেড হয়, তবে এক রঙের স্কার্ফ পরুন।
হিল
টিউনিক টপসের সাথে হিল পড়ুন। এতে আপনাকে লম্বা দেখাবে। হালকা হিলের পাম্প সু বা পেন্সিল হিলগুলি পড়লে বেশ আকর্ষণীয় লাগবে আপনাকে।
গহনা
টিউনিক টপসের সাথে গহনা পড়ুন। চোকার নেকপিস, হালকা ঝুলানো কানের দুল, আকর্ষণীয় আংটি বেছে নিতে পারেন। যেহেতু গরম তাই বেশি জমকালো গহনা বেছে নিবেন না। হালকা সাজুন। দেখতে স্নিগ্ধ লাগবে।
সূত্র- বোল্ডস্কাই