চুলের যত্নে আখরোট তেল

দীর্ঘ, মজবুত, মসৃণ ও উজ্জ্বল চুল কে না চায়। আর এর জন্য আমরা নারকেল, অলিভ ও নিমের তেল ব্যবহার করে থাকি। আপনি যদি মজবুত চুল আর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান থাকা তেলের সন্ধান করেন, তবে ওয়ালনাট তেল বা আখরোট তেল ব্যবহার করতে পারেন। এর স্বাস্থ্যগত উপকারিতা তো আছেই, চুলের যত্নেও আখরোট তেল বেশ কার্যকর।
ভারতের বিখ্যাত ফ্যাশন ও জীবনধারাবিষয়ক সাময়িকী ফেমিনার এক প্রতিবেদনে বলা হয়েছে, আখরোট তেল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এ ছাড়া এতে রয়েছে গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান। এতে থাকা অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান মাথার ত্বক ও চুলের স্বাস্থ্যে দারুণ কার্যকর। এটি চুল পড়া কমিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আর চুলকে করে তোলে উজ্জ্বল, মজবুত ও দীর্ঘ।
খুশকির সঙ্গে লড়াই
মাথার ত্বক রুক্ষ হওয়া থেকে সুরক্ষা দেয় আখরোট তেল। এতে থাকা অ্যান্টি-ফাঙ্গাল উপাদান ত্বকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। আপনি যদি নিয়মিত আখরোট তেল মাথার ত্বকে ম্যাসাজ করেন, তাহলে খুশকি থেকে মুক্ত থাকবেন। মাথার ত্বকের ময়লা দূর করতেও এটি সহায়ক।
চুল পড়া রোধ করে
আখরোট তেলে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। সপ্তাহে একবার মাথার ত্বকে আখরোট তেল আলতোভাবে ম্যাসাজ করুন এবং ফল পরখ করুন নিজের চোখে।
চুলের বৃদ্ধিতে
আখরোট তেলে থাকা উচ্চমাত্রার পটাশিয়াম কোষের বৃদ্ধিতে সহায়তা করে। এতে চুল বাড়ে। নিয়মিত আখরোট তেল ব্যবহার করলে আপনি পাবেন ঝলমলে চুল। একবার ব্যবহার করেই দেখুন!