রাশিফল
মীনের আর্থিক সাফল্য, বৃষের প্রেম শুভ
আজ ১১ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, ২৫ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ১৪৩৬ হিজরি ৭ রমজান। তিথি অষ্টমী। আজ সূর্যোদয় ৫টা ২৫ মিনিট এবং সূর্যাস্ত ৬টা ৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার সংখ্যা # ২ # অধিপতি গ্রহ-চন্দ্র, বৈশিষ্ট্য পানি (বিপ্রর্বন/ব্রাহ্মণ) সম (চর) তুঙ্গস্থান বৃষ, নিচস্থান বৃশ্চিক, প্রিয় মাস জ্যৈষ্ঠ ও শ্রাবণ, শুভ বার সোম। শুভ সংখ্যা-২, ১১ ও ২০, শুভ রং সাদা, হাল্কা গোলাপি। শুভ ধাতু রুপা, ধারণীয় মূল-ক্ষীরিকা মূল শুভ রত্ন : মুনস্টোন/চন্দ্রকান্তিমণি, হীরা। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ৪/১২ পরে ৬/৫২ মধ্যে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : বেগম সুফিয়া কামাল, প্রিন্সেস ডায়ানা, ড. মুহম্মদ শহীদুল্লাহ্। এবার দেখুন আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
মেষ (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
আজ আপনার ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। আর্থিক দিক ভালো যাবে, কারো সঙ্গে বিবাদে জড়াতে পারেন।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। সাময়িক অসুস্থতাকে খুব বেশি গুরুত্ব না দিলেও সতর্ক থাকবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
মিথুন (Gemini) (২১মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে না। শত্রুপক্ষ কোনো ঝামেলা করতে পারে। ঝগড়াঝাঁটি এড়িয়ে চলুন। দূরের যাত্রা অশুভ।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
প্রেম-প্রীতির জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। বেকারদের কারো চাকরি হতে পারে। দূরের যাত্রা শুভ।
সিংহ (Leo) (২১ জুলাই-২১ আগস্ট)
আজ কোনো কাজে মাথা গরম করবেন না। যে কোনো মানুষই মাথা গরম করলে কাজের সুফল থেকে বঞ্চিত হয়। বাকিটা আপনি বুঝে নেবেন।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আপনি না চাইলেও কেউ আপনাকে বিবাদে জড়িয়ে ফেলতে পারে। তাই আপনার উচিত হবে যে কোনোভাবেই বিবাদ এড়িয়ে চলা।
তুলা (Libra ) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আত্মীয়তায় সমস্যা মিটবে। বন্ধু ও পরিজন থেকে মনে আঘাত পেতে পারেন। সহকর্মীর দ্বারা উপকৃত। বিদ্যায় বাধা।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অশুভ সংবাদে মন ভারাক্রান্ত। শত্রু পরাজিত হবে। অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
স্বজনশীল কাজের স্বীকৃতি পাবেন। লটারি কিংবা ওই জাতীয় কোনো কিছু থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাত্রা শুভ।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। অর্থভাগ্য শুভ।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
অতি শুভ ভাব, ঈপ্সিত দ্রব্যলাভ, বন্ধুত্ব, মহাসুখ অর্থলাভ, রুচিশীল আহার প্রভৃতি শুভ ফল নির্দেশ করে।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আপনি ভালো থাকবেন।
একটি ভুল সিদ্ধান্ত যেমন জীবনকে এলোমেলো করে দিতে পারে, তেমনি একটি সঠিক সিদ্ধান্ত জীবনকে অনেক অর্থবহ ও সুন্দর করে তুলতে পারে।