রাশিফল
রোমাঞ্চকর দিন মিথুনের, অর্থ পাবেন কন্যা
আজ ১৯ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, ৩ আগস্ট ২০১৫ খ্রিস্টাব্দ, ১৭ শাওয়াল ১৪৩৬ হিজরি। তিথি তৃতীয়া। আজ সূর্যোদয় ৫টা ৪০ মিনিট এবং সূর্যাস্ত ৬টা ৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার সংখ্যা # ১ # অধিপতি গ্রহ-রবি, বৈশিষ্ট্য অগ্নি (ক্ষত্রীয় বর্ণ) বিষম স্থির, তুঙ্গস্থান- মেষ, নিচস্থান- তুলা, প্রিয় মাস বৈশাখ ও ভাদ্র, শুভ বার রবি। শুভ সংখ্যা-১/১০, শুভ রং সোনালি ও সাদা, শুভ ধাতু-সোনা ও তামা, ধারণীয় মূল-বিল্বমূল, শুভ রত্ন : রুবি ও চুনি। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ৭/২৮, পরে ১০/৫৪-এর মধ্যে। এবার দেখুন আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
মেষ রাশি (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
প্রিয় মেষ, আজ আপনার দিনটি ভালো-খারাপ মিলিয়ে যাবে। তবে শোক আক্রান্ত হওয়ার শঙ্কা আছে। তাই একটু চোখ-কান খোলা রাখুন। শরীর খারাপ হতে পারে। শরীরের দিকে খেয়াল রাখুন। দূরের যাত্রা অশুভ, কোনো আইনি ঝামেলা হতে পারে। তাই সাবধানে থাকুন।
বৃষ রাশি (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
সামগ্রিকভাবে দিনটি ভালো নাও যেতে পারে। শরীর অসুস্থ হতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। সবকিছু মিলিয়ে বেশ ঝামেলায় থাকবেন। তবে মাথা ঠান্ডা রাখুন। সব ঠিক হয়ে যাবে।
মিথুন রাশি (Gemini) (২১ মে-২০ জুন)
আজকের দিনটি আপনার জন্য রোমাঞ্চকর হবে এবং বিনোদিত হবেন অনেক বেশি মনে হচ্ছে। প্রিয় মিথুন, আজকের দিনে আপনার তো আনন্দই আনন্দ। সবকিছু মিলিয়ে বেশ ভালোই যাবে।
কর্কট রাশি (Cancer) (২১ জুন-২০ জুলাই)
আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ, ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। ফেসবুকে কারো সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। তবে সিদ্ধান্ততা বুঝেশুনে নেবেন। দূরের যাত্রা শুভ।
সিংহ রাশি (LEO) (২১ জুলাই-২১ আগস্ট)
আজ পারিবারিক সমস্যা সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বেকাররা মিষ্টি বিলাতে শুরু করুন। কারণ, আজ বেকারদের কারো চাকরি হতে পারে। হারানো প্রেমের সম্পর্ক নতুনভাবে গড়ে ওঠার সম্ভাবনা হতে পারে।
কন্যা রাশি (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। তবে খরচটা বুঝেশুনে করবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। কাজে লাগান। সব মিলিয়ে দিনটি বেশ ভালো যাবে।
তুলা রাশি (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। কর্মস্থানে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে। তাই কাজে মনোযোগী হন। প্রেমের ক্ষেত্রে রোমাঞ্চ ভালো। তাহলে সঙ্গীর সঙ্গে কোথাও বেরিয়ে পড়ুন। কারণ, আজ আপনার দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক রাশি (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর ভালো যাবে না, কারণে-অকারণে ব্যয় পরিহার করুন। সঞ্চয় করতে শিখুন। বিদ্যার্থীদের জন্য দিনটি ভালো, নতুন কেনাকাটার সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ভেঙে যাওয়া আপনজনের সঙ্গে নতুনভাবে যোগাযোগ হতে পারে। ভালোই হবে তাই না? কত দিন আর আপনজন থেকে দূরে থাকা যায়। ব্যর্থ প্রেমের সম্পর্ক নতুন উঁকি দিচ্ছে। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। যাত্রা শুভ।
মকর রাশি (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। তবে এতে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। তাই যা-ই করবেন, বন্ধুদের নিয়ে করার চেষ্টা করুন। যাত্রা বেশ শুভ আপনার।
কুম্ভ রাশি (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায় যোগাযোগ শুভ। কোনো ইস্যু থেকে অর্থ আসতে পারে। তাহলে দুশ্চিন্তার আর কোনো প্রয়োজন থাকল না। এবার নিশ্চিন্তে নাক ডেকে ঘুমান।
মীন রাশি (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রিয় মীন, আজ আপনার আনন্দ বৃদ্ধি পাবে। গৃহে সুখ আসবে। পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। কেনাকাটা শুভ। সব মিলিয়ে দিনটি ভালো যাবে আপনার।