রেসিপি
ইলিশ কাবাব
মাছের রাজা ইলিশ। স্বাদে-গন্ধে অনন্য ইলিশ। আমরা সবাই হয়তো কমবেশি ইলিশ পছন্দ করি। ইলিশের বিভিন্ন রেসিপির মধ্যে সম্পূর্ণ ভিন্ন স্বাদ আনবে ইলিশ কাবাব। ভাবছেন ইলিশের আবার কাবাব হয় নাকি। তাহলে জেনে নিন কীভাবে বানাবেন ইলিশে কাবাব।
উপকরণ
১. ইলিশ মাছ আস্ত একটি
২. গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ
৩. পেঁয়াজ কুচি ১/২ কাপ
৪. কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ
৫. টমেটো সস দুই টেবিল চামচ
৬. আলু ম্যাশড এক কাপ
৭. ধনেপাতা কুচি দুই টেবিল চামচ
৮. রসুন দুই কোয়া (কুচি)
৯. লেবুর রস এক টেবিল চামচ
১০. লবণ স্বাদমতো
১১. তেল ১/২ কাপ
১২. পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ
১৩. লেবুর খোসা (গ্রেট করা) কোয়ার্টার চা চামচ
১৪. টোস্ট বিস্কুটের গুঁড়া এক কাপ
প্রস্তুত প্রণালি
প্রথমে মাছের মাথা ও লেজ কেটে আলাদা করুন। এরপর সামান্য হলুদ, মরিচ গুঁড়া ও পরিমাণমতো লবণ মাখিয়ে মাথা ও লেজ হালকা ভেজে নিন। এরপর বাকি মাছ লবণ, লেবুর রস ও সামান্য পানি দিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে নিন।
এবার কড়াইতে তেল গরম করে রসুন ও পেঁয়াজ কুচি হালকা ভেজে মাছের কিমা দিয়ে নাড়তে থাকুন। এরপর দু-এক মিনিট পর সেদ্ধ আলু দিয়ে কিছুক্ষণ রান্না করে, একে একে গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, টমেটো সস দিয়ে রান্না করে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর অন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে বিস্কুটের গুঁড়া বাদামি করে ভেজে নিন। এরপর রান্না করা কিমার সঙ্গে ধনেপাতা কুচি, লেবুর খোসা ও বেরেস্তা ভেঙে আলতো করে মাখিয়ে নিন। এরপর সার্ভিং ডিশে দুই পাশে ভাজা লেজ ও মাথা রেখে, মাঝখানে মাখানো কিমা সাজিয়ে আস্ত মাছের মতো বানিয়ে নিন। এরপর সাজানো কিমার ওপর ভাজা বিস্কুটের গুঁড়া ছড়িয়ে চেপে দিন। কিমার ওপর চা চামচ দিয়ে মাছের আঁশের মতো বানিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশে কাবাব।