মোবাইল ফোন ব্যবহারের আদবকায়দা
যোগাযোগ রক্ষার্থে ও নানা জরুরি প্রয়োজনে মোবাইল ফোন আজকাল আমাদের সব সময়ই কাজে লাগে। কিন্তু মাঝেমধ্যেই এই মোবাইল নিয়েই পড়তে হয় অস্বস্তিতে। মোবাইল ব্যবহারের আদবকায়দা জানা থাকলে এই অস্বস্তি অনেকটাই দূর হবে। চলুন, ম্যানেজমেন্ট স্টাডি গাইডের সৌজন্যে জেনে নেওয়া যাক তা।
১. যেকোনো আড্ডায় বা বাড়িতে অতিথি এলে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলবেন না। পরে ফোন করবেন বলে কথা সংক্ষিপ্ত করুন।
২. কারো সঙ্গে কথা বলার সময় কিংবা অফিস মিটিংয়ে ফোন ধরতে হলে 'এক্সকিউজ মি' বা 'মাফ করবেন' বলে ফোন ধরুন।
৩. মৃদু গলায় কথা বলুন, চিৎকার করে কথা বলে আশপাশের মানুষের অসুবিধা করবেন না।
৪. ব্যাংক, সন্তানের স্কুলের মিটিং, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল, যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, সিনেমা হল, ডাক্তারের চেম্বার, চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় ফোন বন্ধ রাখুন।
৫. পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের সময় দীর্ঘ ফোনালাপে যাবেন না।
৬. জিম বা বিউটি পার্লারে ফোন ভাইব্রেট মোডে রাখুন।
৭. ক্লাস বা কোনো ট্রেনিং চলাকালে ফোন সাইলেন্ট রাখুন।
৮. পেট্রলপাম্পে মোবাইল ফোন বন্ধ রাখুন। মোবাইলের সিগন্যাল থেকে পাম্পে আগুন লাগতে পারে।
৯. গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। নইলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
১০. রাস্তা পার হওয়ার সময় কিংবা ফুটপাতের ভিড়ের ভেতর ফোনে কথা বলবেন না।
১১. ফোনের রিংটোন বেশি জোরে রাখবেন না।
১২. ফোনের ক্যামেরার অপব্যবহার করবেন না। অন্যের অজান্তে তার ছবি তোলা আইনবিরোধী এবং নিম্নরুচির পরিচায়ক। তাই এমন কাজ থেকে বিরত থাকুন।