আন্তর্জাতিক সংস্থার সদস্য হলেন আলোকচিত্রী সজীব পাল
চীনের সাংহাইতে আয়োজিত হতে যাচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার্স এশিয়া কমিউনিটির (পিপিএসি) বার্ষিক সম্মেলন। এশিয়ার প্রফেশনাল ফটোগ্রাফারদের এই সংগঠনের সদস্য করা হয়েছে বাংলাদেশি আলোকচিত্রী সজীব পালকে।
ব্রাইডাল মোমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সজীব পাল ২০১৬ সালের ১৩ ও ১৪ জানুয়ারি চীনের সাংহাইতে পিপিএসি আয়োজিত কনফারেন্সে অংশগ্রহণ করে সদস্য সনদ গ্রহণ করবেন।
পিপিএসির প্রতিষ্ঠাতা অ্যালিসন চ্যান সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানের পক্ষে একটি ই-মেইল বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তায় অ্যালিসন চ্যান বলেন, ‘সজীবকে পিপিএসির অংশ হিসেবে স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। তাঁর পেশার প্রতি নিষ্ঠা এবং আলোকচিত্রজগতে তাঁর অবদান সত্যিই আমাদের মুগ্ধ করেছে। আমি আশা করব, ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরো আলোকচিত্রী আমাদের এ সংগঠনের সঙ্গে যোগ দেবেন।’
সজীব পাল বর্তমানে বাংলাদেশের প্রফেশনাল ফটোগ্রাফারদের সংগঠন ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফার্স অব বাংলাদেশের (ডব্লিউপিপিবি) সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। পিপিএসির সদস্য হওয়া প্রসঙ্গে সজীব পাল বলেন, ‘পিপিএসির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পেরে খুবই সম্মানিত বোধ করছি। আশা করছি, জানুয়ারির কনভেনশনে বিভিন্ন দেশের সেরা আলোকচিত্রীদের সঙ্গে আমাদের দেশের সংস্কৃতি ও আলোকচিত্রের সমসাময়িক ট্রেন্ড উপস্থাপন করতে পারব।’
পিপিএসির একই আসরে ‘বাংলাদেশ অ্যাম্বাসাডর’ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে আলোকচিত্রী এবং ওয়েডিং ডায়েরির চিফ ফটোগ্রাফার প্রীত রেজাকে।