‘রঙ বাংলাদেশ’-এ বিশেষ মূল্যছাড়

হেমন্ত নবান্নের ঋতু। বাঙালি মেতে উঠেছে আবারও উৎসব উদযাপনে। এই সময়টাকে রাঙাতে ‘রঙ বাংলাদেশ’ নিয়েছে বিশেষ উদ্যোগ। যমুনা ফিউচার পার্ক আর মিরপুর আউটলেটে দিচ্ছে বিশেষ ছাড়। গতকাল ১৮ নভেম্বর থেকে এই অফার শুরু হয়েছে যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
‘রঙ বাংলাদেশ’-এর ক্রেতা সাধারণ এই বিপুল মূল্যহ্রাসের সুযোগে কিনতে পারবেন পছন্দের পোশাক এবং অন্যান্য পণ্য। কারণ ছাড় দেওয়া হচ্ছে একেবারে ৭০ শতাংশ পর্যন্ত। এই বাৎসরিক ছাড় ছাড়াও নিয়মিত আয়োজন থাকছে সব আউটলেটে। রয়েছে গিফট ভাউচার আর অনলাইনে কেনার সুবিধা। নেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারির সুযোগও।