ঈদের নেইল আর্ট ট্রেন্ড শেয়ার করেছেন শাহনাজ হুসেন
সৌন্দর্য বিশেষজ্ঞ শাহনাজ হুসেন এই বর্ষায় নখের যত্ন নেওয়ার টিপস শেয়ার করেছেন। সেই সাথে এই সময়ে কি রকম রঙের চলন চলছে তাও ইন্ডিয়া ডট কমকে জানিয়েছেন। তিনি কিছু নেইল আর্টও শেয়ার করেছেন যা বাড়িতে বসেই করা যাবে।
গরমকালে আমরা পোশাকের ক্ষেত্রে হালকা রঙ নির্বাচন করে থাকি। নখের ক্ষেত্রেও তাই। বর্তমানে হালকা এবং ট্রেন্ডযুক্ত রঙগুলো বেশি দেখা যাচ্ছে। নখকে সুরক্ষিত রাখার উপায় হল তাদের নিয়মিত যত্ন নেওয়া। নখের সুরক্ষা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে বর্ষাকালে। এ সময় ছত্রাকের সংক্রমণ বেড়ে যায়। অন্যদিকে, কাপড়ের ডিটারজেন্টগুলো চুলকানি এবং ফুসকুড়ির কারণও হতে পারে।
তাই কাপড় ধোয়ার সময় হাতে গ্লাভস পরুন। গোসলের পর অবশ্যই ময়েশ্চারাইজার লাগান। নখ এবং নখের চারপাশের ত্বকে ক্রিম ম্যাসাজ করুন। অথবা, উষ্ণ বাদাম তেল প্রয়োগ করুন। নখের নীচ পরিষ্কার করার জন্য একটি কটন বাড ব্যবহার করুন। এ ক্ষেত্রে ধাতব সরঞ্জাম ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন।
এবার ঈদ যেহেতু বর্ষাকালে, এ সময় নখে নেইলপলিশের ব্যবহার করতে হবে সতর্কতার সাথে। কারণ স্যাঁতসেঁতে আবহাওয়ার জন্য নেইলপলিশ ওঠে যেতে পারে। তাই প্রথমে নখের উপর রঙের একটি কোট প্রয়োগ করুন। এটি শুকানোর জন্য অপেক্ষা করুন। তারপরে রঙের দ্বিতীয় কোটটি প্রয়োগ করুন। বর্তমান সময়ে, নখের রঙের ক্ষেত্রে, গোলাপি সবার পছন্দের তালিকায় রয়েছে। এ ছাড়া, দিনের বেলায় সিলভার ও রাতে গোল্ডেন রঙের চলন রয়েছে এখন। এ বছরের ট্রেন্ডি রঙগুলো হল- সিলভার, চকোলেট ব্রাউন, ল্যাভেন্ডার, নীল, সবুজ এবং কমলা।
ঈদের দিন সন্ধ্যায়, গোল্ডেন বা সিলভার গ্লিটার যুক্ত নেইল পলিশ বেছে নিতে পারেন। অথবা অন্য রঙের চকচকে গ্লিটার বেছে নিন। তার উপর সোনালি বা রূপালি আভা যুক্ত করুন। নখগুলো সবুজ, নীল বা বেগুনি রঙের মতো অস্বাভাবিক রঙে প্রয়োগ করা যেতে পারে। অথবা, প্রতিটি নখের জন্য বিভিন্ন রঙ ব্যবহার করতে পারেন। যা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।
আপনি যদি চকচকে রঙ এড়াতে চান, তবে নখের উপরিভাগে সাদা নেইলপলিশ লাগিয়ে নিন। এরপর নখের বাকি অংশে নেইল পেইন্ট করে নিতে পারেন। নখ দিয়ে ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করা যায়। আপনি চাইলে প্রতিটি নখের দুই পাশে একটি রঙের চিকন স্ট্রিপ প্রয়োগ করুন। মাঝখানে বিপরীত রঙের স্ট্রিপ দিয়ে দিন। এতে বেশ আধুনিক দেখাবে। নেইল আর্ট আজকাল একটি সৃজনশীল ক্ষেত্র হয়ে ওঠেছে। তাই এবার ঈদে নিজেকে সাজানোর সময় নখের দিকেও মনোযোগী হন।
সূত্র- ইন্ডিয়া ডট কম