গরমে ত্বকের যত্নে ঘরোয়া চার উপায়

গরমের সময় ঘাম বেশি হয়, সূর্যের তাপ বেশি থাকে আর বাতাসে ময়লা-ধুলাবালির পরিমাণও বেশি থাকে।
এ কারণে ত্বকে দ্রুত ময়লা জমে। এর ফলে ত্বকে ব্রণ ও সংক্রমণজাতীয় সমস্যা দেখা দেয়। এ সময় ত্বক পরিষ্কার ও মসৃণ রাখতে হলে টাইমস অব ইন্ডিয়ার এই চারটি পরামর্শ দেখে নিতে পারেন।
টি ট্রি অয়েল
নিয়মিত বাসায় ফিরে নারকেল তেলে সঙ্গে সামান্য টি ট্রি অয়েল মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। এবার একটি তুলার বল দিয়ে পুরো মুখ মুছে নিন। দেখবেন, সারা দিনের ময়লা পরিষ্কার হয়ে ত্বক নরম ও মসৃণ হবে।
অ্যালোভেরার রস
ত্বকের যেকোনো সংক্রমণজাতীয় সমস্যা সমাধান করে অ্যালোভেরা। তুলায় সামান্য অ্যালোভেরার রস নিয়ে পুরো মুখ মুছে নিন। এতে ত্বকে সংক্রমণের জীবাণু ধ্বংস হবে এবং ত্বক নরম হবে।
মধুর প্যাক
মধু প্রাকৃতিক উপায়ে ত্বক উজ্জ্বল করে। এ ছাড়া এটি ত্বকের শুষ্কতাও দূর করে। যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁরা ব্রাউন সুগার, মধু, অলিভ অয়েল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন।
ফলের ব্যবহার
পাকা আম ও ডালিম ত্বকের দাগ দূর করে এবং ত্বকে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। তরমুজও এ সময় ত্বকের জন্য খুবই উপকারী। আপনি চাইলে এর সঙ্গে সামান্য দুধ মিশিয়ে নিতে পারেন।