গরমে কোন রঙের ছাতা ব্যবহার করবেন?

তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখতে ছাতা খুবই প্রয়োজনীয়। তবে অবশ্যই ছাতাটি হতে হবে উন্নত মানের।
প্রখর রোদ আটকাতে ছাতার বিকল্প নেই। কিন্তু অনেকে ভিন্ন ভিন্ন রঙের ছাতা ব্যবহার করেন। কেউ ব্যবহার করছেন কালো আবার কেউবা হালকা রঙের ছাতা। কিন্তু কোন রঙের ছাতা ব্যবহারে গরম কম লাগবে? গরমে কোন রঙের ছাতা ব্যবহার করা উচিত চলুন জেনে নেই।
সবচেয়ে ভালো হয় কালো রঙের ছাতা ব্যবহার করলে। এটি সূর্যের তাপ দূরে রাখতে সক্ষম। ক্ষতিকর সব রশ্মি আটকে দিতে পারে কালো ছাতা। অর্থাৎ কালো রঙের ছাতা ব্যবহার করলে রোদ থেকে বাঁচতে পারবেন আপনি।
বিশেষজ্ঞরা মনে করেন, সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে শরীরকে শতভাগ রক্ষা করতে অবশ্যই আপনাকে কালো রঙের ছাতা বেছে নিতে হবে।
কালোর পরেই যে রঙের ছাতা ব্যবহার করতে পারেন তা হল নীল কিংবা বাদামি ও গাঢ় রঙের ছাতা।
তাই এখন থেকে কালো, নীল কিংবা বাদামি ও গাঢ় রঙের ছাতাকে অগ্রাধিকার দিতে পারেন।