সারাদিন ফোন চার্জ দেওয়া কি আসলেই খারাপ?

আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে— ফোন চার্জ করার কোনো ‘সঠিক’ নিয়ম আছে কি? সারাদিন চার্জারে প্লাগ করে রাখলে বা ঘন ঘন চার্জ দিলে ব্যাটারির আয়ু কমে যায় কি না? প্রযুক্তি বিশেষজ্ঞ ও গবেষকদের মতে, ব্যাটারির আয়ু নিয়ে অতিরিক্ত চিন্তিত হয়ে বারবার চার্জের নির্দিষ্ট সীমার মধ্যে রাখার চেষ্টা করাটা অসুবিধার তুলনায় ফলপ্রসূ নাও হতে পারে।
ব্যাটারি বিজ্ঞানের তথ্য অনুযায়ী, ব্যাটারির সবচেয়ে খারাপ শত্রু হলো তাপ। উচ্চ তাপমাত্রা লিথিয়াম-আয়ন ব্যাটারির কার্যক্ষমতা ভালো রাখলেও তাপের দীর্ঘদিনের সংস্পর্শে এর স্থায়িত্ব কমে যায়।
ওয়্যারলেস চার্জিংয়ে তাপের সমস্যা তুলনামূলকভাবে বেশি হতে পারে। কারণ চার্জিং বেস, ফোনের কেস ও অন্যান্য কারণের ওপর নির্ভর করে ওয়্যারলেস চার্জিংয়ে বিদ্যুৎ সরবরাহের সময় তাপ উৎপন্ন হয়।
যদিও ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ডের প্রতিষ্ঠাতা মেনো ট্রেফার্স বলছেন, ফোন পূর্ণ চার্জ হলে কিউআই চার্জার স্ট্যান্ডবাই মোডে চলে যায়। তিনি দাবি করেন, ঘন ঘন চার্জিং বরং ব্যাটারির আয়ু বাড়াতে পারে, যদি ব্যাটারিকে ৫০ শতাংশ এর নিচে নামতে না দেওয়া হয়।
নির্মাতারা কী বলছেন?
বড় ফোন নির্মাতারা চার্জিং কৌশল নিয়ে নির্দিষ্ট কোনো কড়া সুপারিশ দেয় না, তবে তারা কিছু সাধারণ টিপস দিয়েছে—
অ্যাপল : যখন ইচ্ছা চার্জ করা যেতে পারে। রিচার্জ করার আগে ১০০ শতাংশ ডিসচার্জ হওয়ার দরকার নেই। তবে অতিরিক্ত তাপমাত্রা এড়িয়ে চলতে হবে।
গুগল : যতটা প্রয়োজন ততটা চার্জ করুন, ঘন ঘন পূর্ণ থেকে শূন্য বা শূন্য থেকে পূর্ণ চার্জের প্রয়োজন নেই।
স্যামসাং : নিয়মিত চার্জ করা এবং ব্যাটারি ৫০ শতাংশ এর ওপরে রাখার পরামর্শ তাদের। তবে সম্পূর্ণ চার্জ অবস্থায় ফোন প্লাগ করে রাখলে ব্যাটারির আয়ু কমতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারির ওপর চাপ কমাতে একে সম্পূর্ণ চার্জ না করা ও সম্পূর্ণ খালি না হতে দেওয়া ভালো। ২০ শতাংশ থেকে ৮০ শতাংশ এর মধ্যে চার্জ ধরে রাখলে ব্যাটারির আয়ু কিছুটা বাড়তে পারে। অ্যাপল আইফোনে ‘অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং’ ফিচার দিয়ে এই বিষয়টি নিয়ন্ত্রণ করে।

দৈনন্দিন জীবনে প্রভাব
ফোনকে সবসময় চার্জে রাখা বা সম্পূর্ণ খালি করে ফেলা— এই অভ্যাসগুলো ব্যাটারির আয়ু কিছুটা কমাতে পারে। কিন্তু এই প্রভাবটি এতটা সামান্য যে, ফোন বদলানোর আগে পর্যন্ত আপনি হয়তো তা অনুভবও করবেন না।
গবেষণায় দেখা গেছে, আমেরিকানরা এখন তাদের স্মার্টফোন গড়ে প্রায় তিন বছর ব্যবহার করেন। যারা আইফোন ব্যবহার করেন, তারা অনেকে চার বছর পর্যন্ত ফোন ধরে রাখেন।
বিশেষজ্ঞরা বলছেন, চার্জিং অভ্যাসের চেয়ে আপনার ফোন ব্যবহারের সামগ্রিক পরিমাণ ব্যাটারির স্থায়িত্বের ওপর অনেক বেশি প্রভাব ফেলে। তাই, ব্যাটারির আয়ু নিয়ে অতিরিক্ত চিন্তা না করে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করাই শ্রেয়।