কিয়েভের রাস্তায় রাস্তায় প্রচণ্ড লড়াই, বিকট বিস্ফোরণ-গোলাগুলি
সকাল যত ঘনিয়ে আসছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে তীব্রতর হচ্ছে লড়াই। খবর বিবিসির।
ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, কিয়েভের ভাসিলকিভ এলাকায় ‘প্রচণ্ড লড়াই চলছে।’
ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে—ইউক্রেনের রাজধানীর রাস্তায় রাস্তায় এখন ‘লড়াই’ চলছে। এর আগে কিয়েভ সরকারও এক বিবৃতিতে যুদ্ধের খবর নিশ্চিত করেছে। সরকার কিয়েভের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে এবং জানালা বা বারান্দার কাছে না যেতে সতর্ক করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভ-ভিত্তিক সাংবাদিকদের দেওয়া তথ্য বলছে—শহরের রাস্তায় রাস্তায় যুদ্ধ শুরু হয়েছে। অনেকেই শহরের কেন্দ্রস্থলের খুব কাছে বিস্ফোরণের বিকট শব্দ ও গুলির আওয়াজ শুনেছেন বলে জানিয়েছেন।
এদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী আরও বলেছে—তাদের সৈন্যরা এরই মধ্যে বেশ কয়েকটি রুশ ‘শত্রু লক্ষ্যবস্তু’ গুলি করে ধ্বংস করেছে এবং রুশ সৈন্যদের ইউক্রেনের কোনো শহর দখল করতে দেয়নি।