কিয়েভে ‘আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা’, অস্বীকার রাশিয়ার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/26/missile.jpg)
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কিয়েভের দক্ষিণপশ্চিমাঞ্চলে ঝুলিয়ানি বিমানবন্দরের নিকটবর্তী এলাকার একটি বহুতল ভবনের দশ তলাসহ উপর ও নিচের কয়েকতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো মেসেজিং অ্যাপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভবনের ছবি সাংবাদিকদের পাঠিয়েছেন।
এতে দুজন নিহত এবং অপর ছয় জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা গিয়েছেন বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিৎস্কো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘তাস’ ও ‘রিয়া নোভাস্তি’ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভের লোবানোভস্কি অ্যাভিনিউয়ের ভবনটিতে হামলার পর ধ্বংসযজ্ঞের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, এটি ক্ষেপণাস্ত্র হামলা। আসলে তা সত্য নয়।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/26/missile-insert.jpg)
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, ‘মূলত ইউক্রেনের যুদ্ধবিমান বিধ্বংসী গোলার আঘাতে এ ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। ভিডিওতে তা স্পষ্ট দেখা যাচ্ছে।’