এ সপ্তাহের সিনেমা
৩৮ সিনেমা হলে ‘মুখোশ’, দেখতে পারেন ‘ব্যাটম্যান’ও
দেশের ৩৮ সিনেমা হলে আজ (৪ মার্চ) মুক্তি পেয়েছে ‘মুখোশ’ সিনেমা। ইফতেখার শুভ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, চিত্রনায়িকা পরী মণি, চিত্রনায়ক রোশানসহ অনেকেই।
এছাড়া ৩ মার্চ স্টার সিনেপ্লেক্সেসহ দেশের একাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘দ্য ব্যাটম্যান’।
‘মুখোশ’ সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন ইব্রাহিম খালেদি চরিত্রে। সিনেমার মূল রহস্য তাঁকে ঘিরে, যে রহস্য উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে পরিচালক ইফতেখার শুভর লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে। সিনেমাটির অন্যতম প্রযোজকও পরিচালক।
সিলেট, টাঙ্গাইল, বিএফডিসি, বইমেলা, পদ্মার চর, সাভারে সিনেমাটির শুটিং হয়েছে। আরও অভিনয় করেছেন ফারুক আহম্মেদ, ইরেশ জাকের, প্রাণ রায়, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধুসহ অনেকে। সিনেমাটির পরিবেশনার করছে মিশন এক্সট্রিম’খ্যাত প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।
যেসব সিনেমা হলে চলছে ‘মুখোশ’
নতুন ব্যাটম্যান সিনেমা নিয়ে অনেক জল্পনা ছিল মানুষের মনে। এবার মূল চরিত্র ‘ব্যাটম্যান’-এর ভূমিকায় থাকছেন রবার্ট প্যাটিনসন। যা নিয়ে শুরু থেকেই আলোচনা। সিনেমার শুটিং শুরু হওয়ার পরে বিপত্তি বাধে রবার্ট প্যাটিনসনকে নিয়ে। পরিচালক ম্যাট রিভসের সঙ্গে অনেক বিষয় নিয়ে শুটিং সেটে দ্বিমত পোষণ করেছেন রবার্ট প্যাটিনসন।
‘ব্যাটম্যান’ চরিত্রে প্যাটিনসনকে দেখার জন্য ভক্তদের তর যেন আর সইছে না। ট্রেলারে ব্যাটম্যানের অন্ধকার ও হিংস্র সংস্করণ দেখা গেছে।