গ্রেপ্তারি পরোয়ানার খবর নিয়ে যা বললেন সোনাক্ষি
বলিউড তারকা সোনাক্ষি সিনহার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। একাধিকবার ডাকার পর আদালতে হাজির না হওয়ায় এমন পরোয়ানা। ফলে বড়সড় আইনি বিপাকে জড়ালেন এই ডিভা—দুদিন আগে এমন খবর সয়লাব ছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলোয়। সে প্রসঙ্গে এবার মুখ খুললেন এ চিত্রনায়িকা।
বলিউড হাঙ্গামার খবর, ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাক্ষি সিনহা লিখেছেন, ‘জামিন অযোগ্য ধারায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে খবর ছড়িয়ে সংবাদমাধ্যমে। গত কয়েক দিনে এই বিষয়টির সত্যতা কেউ যাচাই করেননি। এটি পুরোপুরি কল্পনাপ্রসূত। আমাকে হেনস্তা করার জন্য এমন খবর রটানো হয়েছে। আমি সব সংবাদমাধ্যম, সাংবাদিক এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, এমন ভুল খবরে পাত্তা দেবেন না। কেউ নিজের স্বার্থের জন্য আমার ওপর দোষারোপ করছেন।’
সোনাক্ষির দাবি, এটি অর্থের লোভে করা। বিষয়টি আদালতে বিচারাধীন। তাঁর আইনি পরামর্শদাতারা এর ওপর নজর রাখছেন। তিনি বাড়িতেই রয়েছেন।
এর আগে টাইমস অব ইন্ডিয়া জানায়, দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ৩৭ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪১ লাখ টাকার বেশি) নিয়েছিলেন সোনাক্ষি সিনহা। কিন্তু সেই অনুষ্ঠান হাজির হননি এই অভিনেত্রী; এমন অভিযোগ করেন ইভেন্ট প্ল্যানার প্রমোদ শর্মা। এখানেই শেষ নয়, টাকা ফিরিয়ে দিতে অস্বীকার করে সোনাক্ষির ম্যানেজার। একাধিকবার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করে সাড়া না মেলায় থানায় প্রতারণার অভিযোগ জানানো হয়।
যা হোক, সোনাক্ষি সিনহার মুক্তির অপেক্ষায় আছে ‘ডবল এক্সেল’ ও ‘কাকুদা’ সিনেমা।