আন্তর্জাতিক নারী দিবসে পিএসটিসির আয়োজন
পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) পরিচালিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় ও উইমেন উইন-এর কৌশলগত সহযোগিতায় এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনক্রমে ২০২১ সালের অক্টোবর থেকে গাজীপুর সিটি করপোরেশন ও ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে কিশোরী মেয়েদের কৈশোরকালীন স্বাস্থ্য সেবা, খেলাধুলার মাধ্যমে শিক্ষা ও তাদের ক্ষমতায়ন বিষয়ে সফলভাবে গোল প্রকল্পের কার্যক্রম পরিচালনা করে আসছে।
গোল প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার কদমতলীর বাকচর আদর্শ উচ্চ বিদ্যালয়ে কিশোরী মেয়েদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয়।
এবারের নারী দিবসের প্রতিপাদ্য ছিল—জেন্ডার সমতা নিশ্চিত করি, টেকসই উন্নয়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিদা বেগম। এ ছাড়া উপস্থিত ছিলেন পিএসটিসি গোল প্রকল্পের সহ-ব্যবস্থাপক মাহমুদা নাসরিন, মিল কো-অর্ডিনেটর সুহাস মাহমুদ, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার নকিব মো. শাহারিয়ার হোসেন ও প্রজেক্ট অ্যাসোসিয়েট শ্যামলী আক্তার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পিএসটিসিকে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সমাজে নারীদের সমতা বিধানের লক্ষ্যে শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ নারীরা শিক্ষিত হচ্ছে এবং দেশের উন্নয়নে সর্বত্র ভূমিকা রাখছে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।