বিশ্বে এক দিনে করোনায় ১৭ লাখের বেশি শনাক্ত
বিশ্বে এক দিনে নভেল করোনাভাইরাসে ১৭ লাখের বেশি শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় সাড়ে পাঁচ হাজার। গতকাল বৃহস্পতিবারের তুলনায় শনাক্ত ও মৃত্যু কমেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটার্স বলছে, শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন রোগী শনাক্তের সংখ্যা ১৭ লাখ দুই হাজার ২২ জন। এ সময়ে মারা গেছে পাঁচ হাজার ৩৯৫ জন। আর, সুস্থতা ফিরে পেয়েছে ১৩ লাখ ১৬ হাজার ৮১০ জন।
এর আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ১৮ লাখ ১০ হাজার ৩৪৩ জন। এদিন মৃতের সংখ্যা ছিল পাঁচ হাজার ৯১০ এবং সুস্থতা ফিরে পেয়েছিলেন ১৩ লাখ ৭০ হাজার ৮১০ জন।
গত বুধবার নতুন শনাক্তের সংখ্যা ছিল ২০ লাখ ১৬ হাজার ৬৫৫ জন। তার আগের দিন মঙ্গলবার শনাক্তের সংখ্যা ছিল ১০ লাখ ৩২ হাজার ৮২৯ জন, যা সোমবারের তুলনায় প্রায় এক লাখ কম ছিল।
এ পর্যন্ত কোটি ৮১ লাখ ৮৩ হাজার ৯৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে দাবি করছে ওয়ার্ল্ডোমিটার্স। আর, করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ৪১ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ৭৮১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬১ লাখ ৩৩ হাজার ৬৬৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।