রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা সৌদি জোটের
পবিত্র রমজান উপলক্ষে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বুধবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে বলে জানানো হয়।
মুসলমানদের সংযমের মাস রমজানে হুতিদের বিরুদ্ধে যুদ্ধবিরতি মেনে চলতে জাতিসংঘের আহ্বানের পর এ ঘোষণা দিল সৌদি জোট। খবর আল জাজিরার।
২০১৫ সাল থেকে যুদ্ধে জড়িয়ে পড়ে ইরান সমর্থিত হুতি ও সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তাদের মধ্যে শান্তি চুক্তি ও হতদরিদ্র ইয়েমেনকে ভয়াবহ মানবিক বিপর্যয় থেকে তুলে আনতে জাতিসংঘ অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে।
দীর্ঘ ৭ বছরের এই যুদ্ধ এরই মধ্যে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং কোটি মানুষকে ঠেলে দিয়েছে অনাহারের দিকে।
রমজান মাসে হুতি নিয়ন্ত্রিত সমুদ্র বন্দরে তেলবাহী জাহাজ নোঙর করাতে ও বিমানবন্দরে কিছু বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার লক্ষ্যেই জাতিসংঘ যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানায়। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।
এর আগে শনিবার হুতিরা ইয়েমেনের বাইরে হামলা ও ইয়েমেনের ভেতর স্থল অভিযান পরিচালনা তিনদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।
সাম্প্রতিক মাসগুলোতে ইরান সমর্থিত এ গোষ্ঠীকে সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনায় লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে দেখা যাচ্ছে।
তাদের হামলার প্রতিক্রিয়ায় রোববার সৌদি জোট হোদেইদাহ ও সানায় বিমান হামলা চালালে পাঁচ নারী ও দুই শিশুসহ ৮ জন নিহত হয়।