অর্থহীনের অষ্টম অ্যালবাম আসছে, জানালেন বেসবাবা সুমন
ক্যানসারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বারবার গিটারে ঝড় তোলা সাইদুস সালেহীন খালেদ সুমন (বেসবাবা সুমন) ‘অর্থহীন’ ভক্তদের জন্য সুখবর দিয়েছেন। জানিয়েছেন, চলতি বছরে আসছে অষ্টম অ্যালবাম যার কাজ একেবারে শেষ পর্যায়ে।
এক ফেসবুক স্ট্যাটাসে সুমন জানিয়েছেন, “গত একটা সপ্তাহ ভয়ানক ব্যস্ত ছিলাম। ঘুমিয়েছি প্রতিদিন গড়ে ৪ ঘণ্টার বেশি না। সারাক্ষণ ব্রেইনস্টরমিং, প্ল্যানিং, স্ট্র্যাটেজি, এক্সেকিউশন! কোনও একটা কিছু করে সেটাতে ব্যর্থ হয়ে আবার প্রথম থেকে শুরু করছিলাম অনেক কিছুই। মন ও শরীর যেন একটু পরপর রোলারকোস্টার রাইডে উঠছিল। মজার ব্যাপারটা হলো, একবারের জন্যও বিরক্তি আসেনি মনে। কারণ, কাজটা আমার কাছে অনেক ‘স্পেশাল’ বলা যেতে পারে। কারণ, কাজটা অর্থহীনের অষ্টম অ্যালবামের।”
ব্যান্ড ‘অর্থহীন’-এর এই দলনেতা আরও জানিয়েছেন, ‘আগামী মাসে আবার স্টুডিওতে ঢুকব ১০-১৫ দিনের জন্য, বাকি হাফ অ্যালবামের কাজ শেষ করার জন্য। গত বছরের শেষে বলেছিলাম আমাদের অষ্টম অ্যালবাম ২০২২ সালে ছাড়ব। সেটাই হবে।’
সবশেষ গেল বছরের সেপ্টেম্বরে প্রকাশ করেন ‘বয়স হলো আমার’ নামের গান।
বাংলাদেশের অন্যতম সেরা বেজ গিটারিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন তাঁর রক-সংগীতের জীবন শুরু করেন ১৯৮৬ সালে ‘ফ্রিকোয়েন্সি’ ব্যান্ড গঠনের মাধ্যমে। ১৯৯৭ সালে যোগ দেন ব্যান্ড ‘ওয়ারফেজ’-এ গিটারবাদক হিসেবে। দুই বছর পর ‘ওয়ারফেজ’ ছেড়ে সুমন নিজের প্রথম একক অ্যালবাম ‘সুমন ও অর্থহীন’ প্রকাশ করেন এবং সে বছরই প্রতিষ্ঠা করেন ‘অর্থহীন’ ব্যান্ড। ২০১৩ সাল থেকে একাধিকবার ক্যানসারে আক্রান্ত হলেও গান ছাড়েননি আলোচিত এ গিটারিস্ট।