অর্থহীন ও বেসবাবা সুমন ফিরলেন ‘আমার এ গান’ নিয়ে
ক্যানসারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেই আঙুল দিয়ে বারবার গিটারে ঝড় তুলেছেন যিনি, তিনি সাইদুস সালেহীন খালেদ সুমন (বেসবাবা সুমন)। বেশ কিছুদিন হলো শোনা যাচ্ছিল, নতুন অ্যালবাম নিয়ে আসছে তাঁর গানের দল ‘অর্থহীন’।
মঙ্গলবার হলো সেটারই আনুষ্ঠানিকতা। ‘ফিনিক্সের ডায়েরি ১’ অ্যালবামের ঘোষণার পাশাপাশি প্রথম গান ‘আমার এ গান’।
সুমনের পরিকল্পনায় গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশফাক বিপুল। গানটির মিউজিক ভিডিওতে ক্রিয়েটিভ কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন ক্রিপ্টিক ফেইট-এর সাকিব চৌধুরী এবং মডেল হিসেবে পারফর্ম করেছেন ইমতিয়াজ বর্ষণ।
গানটি প্রসঙ্গে সুমন জানিয়েছেন, ‘ফিনিক্সের ডায়েরি ১’ অ্যালবামে গান থাকবে মোট আটটি। এর মধ্যে চারটি গান একেবারে প্রস্তুত। আর চারটি গান নিয়ে কাজ চলছে। এ বছরই অ্যালবামটি প্রকাশ পাবে। আগামী বছর নতুন অ্যালবাম নিয়ে আসবেন ভক্তদের জন্য।
নতুন এই গান তৈরি প্রসঙ্গে সুমন বলেন, “অর্থহীনের বেশির ভাগ গান আমার লেখা ও সুর করা। অল্প কিছু গান হয়তো অন্য কারও লেখা। ‘আমার এ গান’টি লেখা চট্টগ্রামের ছেলে ইমতিয়াজের। তবে গানের কিছুটা পরিবর্তন করেছি। সুর ও মিউজিকে এসেছে নতুনত্ব।”