কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ে ৬ ফেব্রুয়ারি!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/30/kiara-advani-latest-photoshoot_11.jpg)
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত
বলিউডের আবেদনময় অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা চুটিয়ে প্রেম করছেন। যদিও এই প্রেমের সম্পর্ক কখনো সরাসরি স্বীকার করেননি তাঁরা।
গুঞ্জন ছিল, শিগগিরই লুকানো এই প্রেমের পূর্ণতা দেবেন তাঁরা। এই শীতেই সাতপাকে বাঁধা পড়বেন।
এই গুঞ্জন এবার কিছুটা ডালপালা মেলেছে। সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানাচ্ছে, কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ে ৬ ফেব্রুয়ারি। রাজস্থানের জয়সালমের প্যালেস হোটেলে বসবে বিয়ের আসর। ৪ তারিখ থেকে শুরু হবে মেহেন্দি, গায়ে হলুদ, সঙ্গীতসহ সব ধরণের আয়োজন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/04/23/232933506_985184302315604_4339517747183827018_n_611b9eb426fa5.jpg 687w)
কিয়ারা আদভানির সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রা। ছবি : সংগৃহীত
‘শেরশাহ’ সিনেমার শুটিং চলাকালে প্রেমের সম্পর্কে জড়ান তারকা জুটি। কয়েক বছরের সম্পর্কে মাঝে কিছু সমস্যাও হয়েছিল। শোনা গিয়েছিল, বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও করণ জোহরের কারণে তাঁদের সম্পর্ক টিকে যায়।