সন্তান জন্ম দিলেন কেরালার ট্রান্সজেন্ডার দম্পতি
ভারতের দক্ষিণের রাজ্য কেরালার ট্রান্সজেন্ডার দম্পতি জিয়া পাভল ও তার সঙ্গী জাহাদ তাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন। বিবিসি জানায়, জিয়া তাদের সন্তানের একটি ছবি তার ইন্সটাগ্রাম একাউন্টে পোস্ট করেছেন। নির্ধারিত সময়ের একমাস আগে গত বুধবার শিশুটির জন্ম হয়।
তারা দুজনই বিবিসিকে জানান, জাহাদ এবং তাদের সন্তান উভয়ই সুস্থ আছেন। তবে তারা তাদের সন্তানের নাম ও লিঙ্গ প্রকাশ করেননি।
জিয়া এবং জাহাদ জানান, তাদের স্বপ্ন ছিল একদিন তারা সন্তানের বাবা-মা হবেন। এ কারণে, তারা তাদের হরমোন থেরাপি গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখেন।
এক সপ্তাহ আগে বিবিসিকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে এ দম্পতি দাবি করেছিলেন, ভারতে তারাই প্রথম ট্রান্সজেন্ডার দম্পতি যারা নিজেদের সন্তান জন্ম দিতে চলেছেন।
তারা বলেন, ‘আমরা যতদূর জানি, আমাদের আগে ট্রান্সজেন্ডার (রূপান্তরকামী) সম্প্রদায়ে আর কেউ নিজেদের বায়োলজিক্যাল বাবা-মা বলে দাবি করেনি।’
দেড় বছর আগে এই দম্পতি নিজেদের একটি সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন। ওই সময় তারা দুজনই তাদের লিঙ্গান্তরের দুইটি আলাদা পর্যায়ে ছিলেন।
সন্তান জন্ম দিতে তারা চিকিৎসকের পরামর্শে তাদের হরমোন থেরাপি বন্ধ রাখেন।
সন্তানের জন্ম দেওয়া জাহাদ পেশায় একজন একাউনটেন্ট। তিনি জানান, দুমাস পর তিনি কাজে ফেরার পরিকল্পনা করেছেন এবং জিয়া বাচ্চার দেখাশুনা করবেন।