ভূপাতিত করা চীনা গুপ্তচর বেলুনের ধ্বংসাবশেষে মিলল সেন্সর
ভূপাতিত করা চীনা গুপ্তচর বেলুনের ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগর থেকে উদ্ধার করা হয়েছে। বেলুনটির ধ্বংসাবশেষ থেকে সেন্সর ও আরও বেশ কয়েকটি ইলেকট্রিক ডিভাইসও উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রর স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির সামরিক বাহিনী থেকে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নর্দান কমান্ড জানায়, আমাদের ক্রুরা মহাসাগর থেকে বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর মধ্যে রয়েছে সেন্সর, ইলেকট্রিক ডিভাইস ও বেলুনের অবকাঠামো।’
গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের আকাশে একটি চীনা ‘গুপ্তচর’ বেলুন শনাক্ত হয়। ৪ ফেব্রুয়ারি এফ-২২ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করে মার্কিন সামরিক বাহিনী। বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় পড়ে। বেলুনটি দিয়ে চীন নজরদারি করছে বলে অভিযোগ পেন্টাগনের। তবে, সেই অভিযোগ অস্বীকার করে বেইজিং জানায়, বেলুনটি আবহাওয়ার কাজে ব্যবহৃত হতো ও নিয়ন্ত্রণ হারিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় ঢুকে পড়ে।
বেলুন ইস্যু যুক্তরাষ্ট্র ও চীনের মাঝে ফের উত্তেজনা বাড়িয়েছে। নির্ধারিত বেইজিং সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছয় চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন।
এদিকে, চীনা বেলুন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে একের পর এক ‘রহস্যময় বস্তু’ শনাক্ত হয়েছে। পরে যুদ্ধবিমান পাঠিয়ে সেগুলো ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। দেশ দুটির সরকার এখনো নিশ্চিত করে বলতে পারছে না, এসব বস্তু আসলে কী।