বড় জয়ে বিসিএল চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল
আবারও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শিরোপা জিতে নিল দক্ষিণাঞ্চল। বিসিবি মধ্যাঞ্চলকে ইনিংস ও ৩৩ রানে হারিয়ে তাদের নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুললো দক্ষিণাঞ্চল। এর আগে বিসিএলের দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম আসরের শিরোপাও ঘরে তুলেছিল দলটি।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের ম্যাচ জেতাটা ছিল সময়ের ব্যাপার। কেননা ফলো-অন পার করে লিড পেতে শেষদিনে মধ্যাঞ্চলের প্রয়োজন ছিল আরও ২০৬ রান।
প্রথম ইনিংসে ৫০০ রানের পাহাড় গড়েছিল দক্ষিণাঞ্চল। ক্যারিয়ারসেরা ২৪৬ রানের ইনিংস খেলেছিলেন সাদমান ইসলাম। এই বাঁহাতি ওপেনারের ক্যারিয়ারে এটাই প্রথম ডাবল সেঞ্চুরি।
এ ছাড়া মার্শাল আইয়ুবও অপরাজিত ১২০ রান করেন। জবাবে মাত্র ২৩০ রানে গুটিয়ে যায় মধ্যাঞ্চল। তাদেরকে ফলোঅন করিয়ে আবারও ব্যাটিংয়ে পাঠানো হয়। কিন্তু দক্ষিণাঞ্চলের বোলারদের দাপটে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি মধ্যাঞ্চলের ব্যাটাররা।
আজ ৩ উইকেটে ৬৪ রান নিয়ে খেলতে নেমেছিল মধ্যাঞ্চল। কিন্তু তাদের দ্বিতীয় ইনিংসে বেশি দূর যেতে দেননি খালেদ। টপ ও লোয়ার ধসিয়ে দিয়ে এই পেসার ৭৪ রানে নেন পাঁচ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার পঞ্চমবারের মতো পাঁচ উইকেট শিকার। ৯০ রানে ৭ উইকেটে হারানো দলের হাল ধরেন শরিফুল্লাহ ও আবু হায়দার। দুজনেই পঞ্চাশোর্ধ ইনিংস খেলেন। খালেদের বলে শরিফুল্লাহ (৬৩) আউট হলে ভাঙে ১২১ রানের এই জুটি। এ ছাড়া ৭৭ রান করা আবু হায়দারকেও শিকার করেন খালেদ। ২৩৭ রানে গুটিয়ে যায় মধ্যাঞ্চল।