কলম্বিয়া-পানামা সীমান্তে শক্তিশালী ভূমিকম্প
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/05/25/earthquake-pixabay_0_0.jpg)
কলম্বিয়া ও পানামার সীমান্তবর্তী একটি প্রত্যন্ত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ মে) সন্ধ্যায় এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক ছয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
পানামার কর্মকর্তারা জানান, ভূমিকম্পটি ছিল সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পানামার পূর্বাঞ্চলীয় পুয়ের্তো ওবালদিয়া শহরের উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে।
সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছেন কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। পানামার ন্যাশনাল সিভিল প্রটেকশন সিস্টেম (সিনাপ্রোক) জানায়, ভূমিকম্পটি রাজধানী পানামা সিটি এবং এর পার্শ্ববর্তী পশ্চিমাঞ্চল ও গুনা ইয়ালা অঞ্চলসহ পানামাজুড়ে অনুভূত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সীমান্তের উভয় পাশে শক্তিশালী কম্পনের কথা জানান।