কলম্বিয়ায় প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করার অভিযোগে কিশোর আটক
কলম্বিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণকারী মিগুয়েল উরিবে তুরবাইকে রাজধানী বোগোতার এক জনসভায় গুলি করা হয়েছে। শনিবার (৭ জুন) বিকেলে একটি পার্কে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করেই এক হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১৫ বছর বয়সী এক কিশোরকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার কারণ স্পষ্ট হয়নি।
আইনশৃঙ্খলাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিগুয়েল উরিবে জনসভায় বক্তব্য দেওয়ার সময় তার মাথায় পরপর দুটি এবং হাঁটুতে একটি গুলি লাগে।
গুরুতর আহত উরিবেকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে রাজধানীর সান্তা ফে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা সূত্রে জানা গেছে, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ক্লিনিকের বাইরে শত শত সমর্থক একত্রিত হয়ে তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
উরিবের স্ত্রী মারিয়া ক্লদিয়া তারাজোনা এক আবেগঘন বার্তায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, ‘মিগুয়েল এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, তিনি যেন চিকিৎসকদের হাতকে সঠিক পথ দেখান।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বক্তৃতা চলাকালে আচমকা গুলির শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গেই মঞ্চে লুটিয়ে পড়েন উরিবে। এতে জনতার ভেতর আতঙ্কে হুলুস্থুল শুরু হয়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে উরিবের দল ‘সেন্ট্রো ডেমোক্রাটিকো’। এক বিবৃতিতে তারা বলেছে, ‘এই কাপুরুষোচিত হামলা শুধুই একজন রাজনৈতিক নেতার ওপর নয়, এটি কলম্বিয়ার গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও সরাসরি আঘাত।’
কলম্বিয়ার বামঘেঁষা প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রশাসন এক কড়া বিবৃতিতে বলেছে, ‘এই হামলা শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি কলম্বিয়ার গণতন্ত্রের বিরুদ্ধে হিংস্র বার্তা।’

এনটিভি অনলাইন ডেস্ক