ট্রাম্পের হুমকির মুখেও দেশ রক্ষার অঙ্গীকার কলম্বিয়ার প্রেসিডেন্টের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জেরে উত্তেজনা বাড়ছে কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এ অবস্থায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, প্রয়োজনে তিনি দেশের জন্য আবারও অস্ত্র ধরতে প্রস্তুত।
স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাবেক বামপন্থী গেরিলা নেতা পেত্রো বলেন, ভেনেজুয়েলায় যেভাবে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়েছে, তেমন কোনো সহিংস হস্তক্ষেপ কলম্বিয়ায় হলে তার দেশ পাল্টা প্রতিক্রিয়া দেখাবে। খবর আল জাজিরার।
পেত্রো লেখেন, আমি শপথ করেছিলাম আর কখনও অস্ত্র ধরব না। কিন্তু দেশের জন্য প্রয়োজন হলে আবার হাতে অস্ত্র তুলে নেবো।
সম্প্রতি মাদক পাচার দমনের অজুহাতে ট্রাম্প কলম্বিয়াকে লক্ষ্য করে সামরিক হামলার হুমকি দিয়েছেন। সপ্তাহান্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর ট্রাম্প পেত্রোকে উদ্দেশ্য করে বলেন, তিনি যেন ‘নিজেকে সামলায়’। সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প আরও বলেন, কলম্বিয়ার বিরুদ্ধেও এমন অভিযান চালানো ‘আমার কাছে ভালোই লাগছে’।
ট্রাম্প দাবি করেন, পেত্রো নাকি যুক্তরাষ্ট্রে কোকেন পাচার সহজ করছেন। তবে এই অভিযোগের কোনো প্রমাণ নেই এবং কলম্বিয়া সরকার তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। পেত্রোর বক্তব্য, তার সরকার মাদক উৎপাদন রোধে কাজ করছে এবং ‘যুদ্ধের নীতি’র পরিবর্তে ভিন্নধর্মী কৌশল গ্রহণ করেছে।
এদিকে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের মন্তব্যকে ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থিভাবে একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনুচিত হস্তক্ষেপ’ বলে নিন্দা জানিয়েছে।
পেত্রো আরও বলেন, ‘আমি আমার জনগণের ওপর পূর্ণ আস্থা রাখি। তাই কোনো অবৈধ ও সহিংস হামলার মুখে প্রেসিডেন্টকে রক্ষায় আমি জনগণকে প্রস্তুত থাকতে বলেছি।’

এনটিভি অনলাইন ডেস্ক