উরুগুয়েতে বার্ড ফ্লুতে ৪০০ সিল ও সি লায়নের মৃত্যু
উরুগুয়ের উপকূলে অন্তত ৪০০ সিল ও সি লাইনের মরদেহ পাওয়া গেছে। এসব প্রাণীর মৃত্যুর পেছনে বার্ড ফ্লুকে দায়ী করেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে এএফপি।
সংবাদ সংস্থাটি জানায়, উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওর সমুদ্র সৈকতে একটি সি লায়নের মাঝে এইচ৫ ভাইরাস পাওয়া যায়। এরপর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটির একাধিক মন্ত্রণালয়।
রাজধানীরে পাশে থাকা নদী প্ল্যাট আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত। মৃত প্রাণীগুলো আটলান্টিক উপকূল ও নদীর পারে ভেসে এসেছে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে এ পর্যন্ত ৩৫০ প্রাণীর মরদেহ মাটিতে পোঁতা হয়েছে।
উরুগুয়ের পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণিজগৎ বিভাগের প্রধান কারমেন লেইজাগোয়েন বলেন, ‘এই পরিস্থিতির জন্য দায়ী বার্ড ফ্লু। এই রোগ নিয়ন্ত্রণ করা যায় না। প্রাণীদের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু, কখন এটি ঘটবে তা আমরা জানি না।’
উরুগুয়েতে আনুমানিক তিন লাখ ১৫ হাজার সিল ও সি লায়ন রয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের।