আজ সন্ধ্যায় ঢাকায় দুই কনসার্ট
আজ ঢাকায় গানের বড় দুই অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কোক স্টুডিওর কনসার্ট এবং সন্ধ্যা ৭টায় কিংবদন্তি কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর কনসার্ট।
দুটি কনসার্টই সরাসরি সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম টফি। এর মাধ্যমে শিল্পীদের মুগ্ধকর পরিবেশনা সারা দেশের সংগীতপ্রেমীদের কাছে পৌঁছে যাবে।
কোক স্টুডিও বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং দীপ্ত প্লেতেও কনসার্টটি উপভোগ করা যাবে। এবারের কনসার্টে গান পরিবেশন করবেন শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, ঋতুরাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার বগা, সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার, কানিজ খন্দকার মিতু, মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা, রিয়াদ হাসান, পল্লব, মেঘদল, জহুরা বাউল, সোহানা, মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার, হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা।
১৯৯৩ সাল থেকে সমসাময়িক বাংলা গানের সঙ্গে নচিকেতার তিন দশকের অসাধারণ পথচলার উদযাপন উপলক্ষে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ কনসার্টের আয়োজন করা হয়েছে।