বার বার সাবান দিয়ে মুখ ধুলে ব্রণ বাড়ে
ব্রণ খুব প্রচলিত একটি সমস্যা। জীবনে ব্রণ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো মুশকিল। অনেকে ব্রণ থেকে রক্ষা পেতে অতি সচেতন হয়ে বার বার সাবান দিয়ে মুখ ধোয়। এতে ব্রণ বেড়ে যায়।
এ প্রসঙ্গে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৩৩১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. রাশেদ মোহাম্মদ খান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : ব্রণকে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি?
উত্তর : প্রতিরোধের আসলে তেমন কোনো উপায় নেই। কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন : যাদের ব্রণ হচ্ছে, তারা ভালো একটি ফেসওয়াশ দিয়ে মুখকে পরিষ্কার করবে। ব্রণকে কোনো ভাবে চাপাচাপি করা যাবে না। চাপাচাপি করতে গেলে চামড়ার ভেতরে ব্রণটা ফেঁটে যায়। ফেঁটে গেলে ফ্যাটি এসিড প্রদাহকে আরো বেশি তৈরি করতে পারে। তখন স্কার হওয়ার আশঙ্কা আরো বেড়ে যায়।
অনেকে বার বার বেশি সাবান দিয়ে মুখ ধোয়। অনেকে ভাবে, এতে ভালো হচ্ছে। আসলে ভালো তো হচ্ছেই না, উল্টো খারাপ হচ্ছে। যারা বেশি কসমেটিক ব্যবহার করে, তাদের ব্রণ আরো বেশি হয়। বার বার মেকআপ ব্যবহার করার কারণে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। তখন ব্রণের মাত্রা আরো অনেক বেড়ে যায়।